বাংলা হান্ট ডেস্ক : চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) থেকে বেশি খুশি দল বোধহয় আর কেউ নয়। পরপর তিনটে ম্যাচে জয়, দূর্ধর্ষ নেট রান নিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকেই রয়েছে কেকেআর। যদিও গত ম্যাচে CSK কাছে হেরে ফিরতে হয়েছে, তবে তাতেও বিশেষ প্রভাব পড়েনি পয়েন্ট টেবিলে। আর এমন আবহে দলের শক্তি বাড়াতে নাইট শিবিরে যোগ দিলেন আফগানিস্তানের আল্লা ঘাজানফার।
আফগানিস্তানের এই তরুণ তূর্কির স্পিন বলের সাথে কমবেশি সকলেই পরিচিত। সদ্যই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন ঘাজানফর। এত অল্প বয়সে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করা যে মুখের কথা না হলেও তিনি তা করে দেখিয়েছেন। আর এবার খবর, তাকেই সই করিয়েছে কলকাতা।
আসলে চোটের কারণে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছেন মুজিব উর রহমান। এমন অবস্থায় ভালোই বিপদে পড়েছিল কেকেআর। তড়িঘড়ি তার বিকল্প খুঁজতে গিয়ে সামনে আসে ঘাজানফারের নাম। দেরি না করে চটপট সাইন করিয়ে ফেলে কলকাতা। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে, এত অপশন থাকতেও ঘাজানফারকে দলে নেওয়ার অন্যতম প্রধান কারণ হল তার বয়স।
বয়স কম থাকার কারণে তার শারিরীক ফিটনেসও দারুন। কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের দক্ষতা দেখিয়েছেন ঘাজানফর। সেক্ষেত্রে তার পরের নজর এখন টি ২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই আফগানিস্তানের হয়ে দুটো ওডিআই ও তিনটে টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তাছাড়াও খেলেছেন ছয়টা লিস্ট ‘এ’ ম্যাচ। সবে মিলিয়ে মোট ৯টি উইকেট রয়েছে ঘাজানফরের ঝুলিতে। সূত্রের খবর, ২০ লক্ষ টাকা দিয়ে ঘাজানফরকে কিনেছে KKR।
আরও পড়ুন : IPL শেষ হওয়ার আগেই চূড়ান্ত T20-র স্কোয়াড? জানা গেল দল ঘোষণার তারিখ
যদিও তাকে এখনই খেলানো হবে কী না তা স্পষ্ট নয়। কারণ দলে ইতিমধ্যেই এক বিদেশি স্পিনার রয়েছে। সুনীল নারিন একজন স্পিনার হওয়ার পাশাপাশি অলরাউন্ডারও বটেন। সেক্ষেত্রে ঘাজানফরকে কোথায় খেলানো হবে সেটা এখন একটা বড় প্রশ্ন।