বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা কমলেও, এখনই জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই রাজ্যে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই। ৩-৪দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিনে কলকাতায়ও তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। অর্থাৎ শীতের আমেজ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা একেবারে নামছে না। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে বাংলায় দুর্যোগ হবে না। ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব বাংলায় পড়বে না বলেই আপাতত আবহাওয়া দফতরের আপডেট।
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৩–১৪ ডিগ্রিতে নেমে গেছে। সকাল ও রাতের দিকে শিরশিরানী বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কমবে, সাথে কুয়াশার দাপটও বাড়বে। উপকূল সহ সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। তবে ঘন কুয়াশার আপাতত কোনও সতর্কতা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। নভেম্বরের একদম শেষে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ জমবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: এবার সহজেই পূরণ হবে নিজের বাড়ির স্বপ্ন! হোম লোনে দুর্দান্ত ভর্তুকি… বড় উপহার মোদী সরকারের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীতের আমেজ বাড়ছে। গত কয়েকদিনে ফের তাপমাত্রার পতন হয়েছে। আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও নামবে আগামী সপ্তাহে। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। তাপমাত্রা যেমন নামবে তেমনি বাড়বে কুয়াশার দাপটও। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা।












