মিটল না মনোমালিন্য, ‘চিরদিনই’ ছাড়লেন দিতিপ্রিয়া! জিতুর বিপরীতে নতুন ‘অপর্ণা’ কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ দ্বন্দ্ব বিবাদের অবসান। ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে বেরিয়েই গেলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অনেক দিন ধরেই নায়ক নায়িকার মধ্যে সংঘাতের জেরে টলোমলো হয়ে রয়েছে সিরিয়ালের ভবিষ্যৎ। তার মধ্যে বিবাদের দ্বিতীয় পর্যায়ে জিতু অভিযোগ করেছিলেন, দিতিপ্রিয়া নাকি তাঁর সঙ্গে শট দিতে রাজি নন। বিষয়টি নজর এড়ায়নি দর্শকদেরও। সিরিয়ালের তাল কাটলেও টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছিল। কিন্তু এর মাঝেই এবার ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন দিতিপ্রিয়া।

সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)

অনস্ক্রিন রসায়ন দুর্দান্ত হওয়া সত্ত্বেও বারে বারে বিবাদে জড়িয়েছেন জিতু দিতিপ্রিয়া। সেই দ্বন্দ্বের অবসান ঘটানোর চেষ্টাও করেছে প্রযোজনা সংস্থা থেকে চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি বিষয়টি গড়ায় আর্টিস্ট ফোরাম, মহিলা কমিশন পর্যন্ত। দিতিপ্রিয়া অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষ, ট্রোলিংয়ে তাঁর মানসিক পরিস্থিতি বিপর্যস্ত, অভিনয় করতে পারছেন না তিনি। শেষমেষ স্বেচ্ছায় ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)।

Ditipriya Roy left chirodini tumi je amar serial

সিরিয়ালের ভবিষ্যৎ কী: আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, সোমবারই দিতিপ্রিয়া ইন্ডাস্ট্রির নিয়ম মেনে এনওসি দিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর জানিয়েছেন। যদিও ধারাবাহিক এখনই বন্ধ হচ্ছে না। এর সঙ্গে অনেকেরই রুটিরুজি জড়িয়ে রয়েছে। তাই সিরিয়াল যাতে বন্ধ না হয় প্রযোজনা সংস্থাকে তেমনই অনুরোধ করা হয়েছে ফোরামের তরফে।

আরও পড়ুন : অজান্তেই প্যান কার্ডে এই ভুল করে বসেননি তো? হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা!

ছেড়ে দেওয়ার কারণ কী: এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি জিতু (Jeetu Kamal) দিতিপ্রিয়া। ফোরামের নিয়ম অনুযায়ী, অন্তত দুমাসের নোটিসে কাজ ছাড়তে পারেন কলাকুশলীরা। তবে দিতিপ্রিয়া নাকি অনুরোধ করেন সময়সীমা কমিয়ে ১৫ দিন করার। রবিবারও নাকি তিনি জানান, শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণে অভিনয়ে যোগ দিতে পারছেন না তিনি।

আরও পড়ুন : পরিস্থিতি থমথমে, কীভাবে শুট হচ্ছে জিতু-দিতিপ্রিয়ার সিন? সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দর্শকরা

শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া বেরিয়ে যাওয়ায় নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। সৌমিতৃষা কুণ্ডু, প্রত্যুষা পালের মতো পরিচিত মুখের পাশাপাশি নতুন অভিনেত্রীর খোঁজও চলছে বলে খবর।