এই প্রথমবার জিজ্ঞাসাবাদের মুখে দমকলমন্ত্রীর পুত্র! ১২ ঘন্টা ধরে সমুদ্রকে কী নিয়ে জিজ্ঞাসা করল ইডি?

Published on:

Published on:

Enforcement Directorate interrogates Sujit Basu son Samudra for 12 hours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড়। দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি (Enforcement Directorate)। এদিন সকাল থেকে রাত পর্যন্ত সিজিও কমপ্লেক্সে সুজিত পুত্র সমুদ্রকে ঘিরে চলে ম্যারাথন জেরা।

১২ ঘণ্টার জেরা শেষে রাত সাড়ে দশটায় বেরোলেন সমুদ্র

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সমুদ্র বসু। সঙ্গেই ছিল প্রয়োজনীয় নথিপত্রের একটি বাণ্ডিল। পৌঁছনোর পরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। দীর্ঘ ঘণ্টা ধরে চলতে থাকে প্রশ্নোত্তর। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে দপ্তর থেকে বেরতে দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করলেও খুব বেশি কথা বলতে চাননি সমুদ্র। শুধু বলেন, “একটা তদন্ত চলছে। ওনারা যা জানতে চেয়েছেন, আমি তার উত্তর দিয়েছি।”

কোন সূত্র ধরে ইডি (Enforcement Directorate) তলব করেছে সুজিত পুত্রকে?

সমুদ্র পেশায় ব্যবসায়ী। বাইপাস লাগোয়া এলাকায় তাঁর একটি ধাবা রয়েছে। কয়েক দিন আগেই সুজিত বসু, তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। সেই সময় সমুদ্রর ধাবাতেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে।

তদন্তকারীদের দাবি, ধাবা থেকে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এছাড়া উদ্ধার হয় ডিজিটাল ডিভাইস ও ৪৫ লক্ষ টাকা নগদ। এই নগদ উদ্ধার ও নথিগুলির সূত্র ধরেই সমুদ্রকে তলব করে ইডি (Enforcement Directorate)।

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যখন অয়ন শীলকে গ্রেপ্তার করে, তাঁর বাড়িতে তল্লাশি চলাকালীনই পাওয়া যায় গুরুত্বপূর্ণ পুরনিয়োগ সংক্রান্ত নথি। পরে আর্থিক লেনদেনের জটিলতা সামনে আসতেই তদন্তভার যায় ইডির (Enforcement Directorate) হাতে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ফের তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। তখনই প্রথমবার তদন্তকারীদের নজরে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। লেকটাউনে তাঁর দুটি বাড়ি থেকে উদ্ধার হয় আরও কয়েকটি নথি।

Calcutta High Court on TET Question Error Case

আরও পড়ুনঃ ২০১৭-২০২২ টেট বিতর্কে নির্দেশ হাই কোর্টের, কমিটির রিপোর্টে ভুল থাকলে কী হবে? জানুন বিস্তারিত

তল্লাশিতে একের পর এক নথি ও নগদ টাকা উদ্ধার হওয়ায় তদন্তকারীদের সন্দেহ বাড়ে। সেই সূত্রেই সোমবার ইডি দপ্তরে (Enforcement Directorate) ডাকা হয় সমুদ্র বসুকে। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। এই প্রথম জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র। এর আগে সুজিত বসুর স্ত্রী, কন্যা এবং জামাইকেও তলব করেছিল ইডি।