আজই সুবর্ণ সুযোগ! আরও কমল সোনার দাম, এক লাখ টাকার নিচে কি তবে সময়ের অপেক্ষা মাত্র?

Published on:

Published on:

gold price(25)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পরপর দু’দিন কমল সোনার দাম। বিয়ের সিজনে হলুদ ধাতুর দাম ধুপ করে পড়ায় কিছুটা স্বস্তি মিলল অবশ্যই। নভেম্বর মাস মানেই পর পর বিয়ে। কারোর বিয়েতে দেওয়ায় জন্য উপহার নিতে হবে, কারও আবার নিজেরই বিয়ে। তবে বিয়ের মরসুম পড়তেই সোনার-রুপো দুই ধাতুর দামই (Gold Price) কমল কিছুটা।

সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ মঙ্গলবার ২৫ নভেম্বর কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? ২২, ২৪ ক্যারাট সোনা কিনতে কত দাম পড়বে? রইল রেটচার্ট।

মঙ্গলে আবারও কমল সোনার দাম | Gold Price

মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮০০ টাকা। একদিনে ৬৫ টাকা কমেছে দাম। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। হয়েছে ১১৮০০০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৬৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম হয়েছে ১১৮০০০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৪১৫ টাকা। প্রতি গ্রামে ৭০ টাকা করে দাম কমেছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৪১৫০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে কলকাতায় খুচরো পাকা সোনার ক্ষেত্রে দাম কমেছে ৭০০ টাকা। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে, এদিন একটু কম অর্থ ব্যয় হবে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। যদিও এই মুহূর্তে সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। অর্থাৎ বিয়ের মরসুমে সোনা নিয়ে চিন্তা কাটার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: এই প্রথমবার জিজ্ঞাসাবাদের মুখে দমকলমন্ত্রীর পুত্র! ১২ ঘন্টা ধরে সমুদ্রকে কী নিয়ে জিজ্ঞাসা করল ইডি?

রুপোর দাম:

উপহার হোক বা সঞ্চয় বাঙালির জীবনে রুপোর গুরুত্ব অপরিসীম। রবিবার সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৪৫৫ টাকা। ৫০ টাকা দাম কমেছে। এই এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে হয়েছে ১৫৪৫৫০ টাকা। প্রতি কেজিতে ৫০০ টাকা করে দাম কমেছে।