SSC নবম-দশমের ফলপ্রকাশ হতেই চাকরিহারাদের জন্য বড় বার্তা শিক্ষামন্ত্রীর, ব্রাত্য বসু লিখলেন, সবকিছুই…

Published on:

Published on:

bratya basu(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একাদশ-দ্বাদশের পর সোমবার এসএসসি (SSC)-র নবম-দশম পরীক্ষার ফলাফল সামনে এসেছে। গত ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশন তরফে। কমিশনের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখে নিতে পারছেন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করবে কমিশন।

নবম-দশমের ফলপ্রকাশের পর শিক্ষামন্ত্রীর বার্তা | Bratya Basu

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম দশমের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ২৩ হাজার ২১২।

নবম-দশমের ফলপ্রকাশের পর ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বার্তা দিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন।’

কমিশনের প্রশংসা করে সোমবার শিক্ষামন্ত্রী লেখেন, ‘ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা গত ৭ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ।’

school service commission(8)

আরও পড়ুন: আজই সুবর্ণ সুযোগ! আরও কমল সোনার দাম, এক লাখ টাকার নিচে কি তবে সময়ের অপেক্ষা মাত্র?

নিয়োগে দুর্নীতির কারণে গত এপ্রিল মাসে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেয় এসএসসি। দীর্ঘ ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। যেখানে চাকরিহারাদের পাশাপাশি পরীক্ষা দেয় নতুনরাও।