৩০ দিনের মধ্যেই ৩ টি বিশ্বকাপ! এবার মহিলা কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতল ভারতের মেয়েরা

Published on:

Published on:

India wins Women's Kabaddi World Cup 2025.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা কাবাডি বিশ্বকাপের (Women’s Kabaddi World Cup 2025) ফাইনালটি সম্পন্ন হয় বাংলাদেশের ঢাকায়। যেখানে চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং চাইনিজ তাইপেইয়ের। সেই রুদ্ধশ্বাস ম্যাচে ভারত ৩৫-২৮ স্কোরে চাইনিজ তাইপেইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় মহিলা দল দ্বিতীয়বারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

মহিলা কাবাডি বিশ্বকাপ (Women’s Kabaddi World Cup 2025) জিতল ভারত:

জানিয়ে রাখি যে, ভারত ৪টি গ্রুপ পর্বের ম্যাচ জিতে এবং সেমিফাইনালে ইরানকে ৩৩-২১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে। এদিকে, চাইনিজ তাইপেও টুর্নামেন্টে অপরাজিত ছিল এবং তারা আয়োজক বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল।

উল্লেখ্য যে, ফাইনালট ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে প্রাথমিক পর্যায়ে চাইনিজ তাইপেই ভারতের রক্ষণভাগকে কড়া চ্যালেঞ্জ জানায়। তবে, ভারত ধীরে ধীরে সুশৃঙ্খল ট্যাকল এবং সময়োপযোগী আক্রমণের মাধ্যমে ওই ম্যাচে নিয়ন্ত্রণ অর্জন করে এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে সংযম বজায় রাখে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং গভীরতা চূড়ান্ত পর্যায়ে নির্ধারক প্রমাণিত হয়। জানিয়ে রাখি যে, মহিলা কাবাডি বিশ্বকাপের এই সংস্করণে মোট ১১ টি দেশ অংশগ্রহণ করেছিল।

আরও পড়ুন: এবার সহজেই পূরণ হবে নিজের বাড়ির স্বপ্ন! হোম লোনে দুর্দান্ত ভর্তুকি… বড় উপহার মোদী সরকারের

ভারতের মেয়েরা ৩০ দিনে ৩ টি বিশ্বকাপ জিতেছে: সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতের মেয়েরা গত ৩০ দিনে ভারত ৩ টি বিশ্বকাপ জিতেছে। প্রথমে, ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করে। তারপর, ইন্ডিয়ান ব্লাইন্ড ওমেন্স ক্রিকেট দল ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: এবার ট্রেনেই প্রি-ওয়েডিং শুটিং! করা যাবে জন্মদিনের পার্টিও, এত টাকায় বুক হবে আস্ত কোচ

তারা ফাইনালে নেপালকে ৭ উইকেটে পরাজিত করে কলম্বোতে T20 বিশ্বকাপের শিরোপা জিতে নেয়। প্রথমবারের মতো দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পন্ন হয়েছিল। এবার, ভারতের মহিলা কাবাডি দলও বিশ্বকাপ জিতে নজির গড়েছে।