শীতকালে ত্বক খসখসে? এই তেল নিয়মিত মাখলেই কমবে সমস্যা

Published on:

Published on:

Skin Care does your skin get dry in winter applying this oil regularly will reduce the problem
Follow

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে বঙ্গে শীত পড়তে শুরু করেছে। সকালের দিকে চাদর জড়াতে হচ্ছে ইতিমধ্যে। আর এমন আবহাওয়ার ফলে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। পাশাপাশি এই মরশুমে ত্বক শুষ্ক হচ্ছে। আর শুষ্ক ত্বকের জন্য আপনি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারও করছেন। তবে সেই ভাবে আশানুরূপ কোন ফল পাচ্ছেন না। কিন্তু এই শুষ্ক আবহাওয়ায় নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন নারকেল তেল। যা আপনার ত্বকের আদ্রতা ধরে রাখবে (Skin Care)।

শীতকালে ত্বকের আদ্রতা বজায় রাখতে নিয়মিত মাখুন এই তেল (Skin Care)

শীতকালে স্নান করার আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন। অথবা সারা বছর ধরেই এই তেল হাতে পায়ে মাখতে পারেন। কারণ এই তেল ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি। ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে (Skin Care)।

Skin Care does your skin get dry in winter applying this oil regularly will reduce the problem

আরও পড়ুন: এবারের শীতে মোতিচুর ছাড়ুন, হেঁশেলে তৈরি কসার লাড্ডু মিষ্টির স্বাদ বদলান নিমেষে, প্রণালী রইল

কী কারণে এই তেল মাখবেন জানুন:

১) নারকেল তেল ত্বককে শুষ্ক হতে দেয় না। এই তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা শুষ্ক আবহাওয়ায় ত্বককের আদ্রতা ধরে রাখে।

২) এই তেলের মধ্যে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান রয়েছে, যা ত্বকের জন্য উপযোগী। নারকেল তেল মাখলে ত্বকের সমস্যা সহজেই এড়াতে পারবেন।

৩) নারকেল তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের সমস্যা কমাতে সহায়ক। ক্ষত সারিয়ে তুলতে সহায়ক নারকেল তেল।

৪) এছাড়াও নারকেল তেল মাখলে ত্বক নরম ও মসৃণ থাকে। নারকেল তেল ব্রণর সমস্যা দূর করে দেয়। শুধু তা-ই নয়, শুষ্ক ঠোঁট ও ফাটা গোড়ালির যত্ন নেয়। পাশাপাশি বলিরেখা, দাগছোপ, কুঁচকে যাওয়া চামড়া ইত্যাদি সমস্যা দূর করে দেয় নারকেল তেল (Skin Care)।