বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই অসুস্থতা জেরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। বেশ কিছুদিন অসুস্থতার পর সুস্থ হয়ে কাজে ফেরার সুখবর দিয়েছিলেন পর্দার ‘মিঠাই রানী’। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থতার খবর এল অভিনেত্রীর।
অসুস্থতা নিয়েই কাজ করছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)
সদ্য ‘কালরাত্রি ২’ সিরিজের কাজ শেষ করেছেন সৌমিতৃষা। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি মোটেই ঠিক নেই। অসুস্থতা নিয়েই সিরিজের ডাবিং শেষ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা। ডাবিং স্টুডিও থেকেই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। কী হয়েছে সৌমিতৃষার?

কী হয়েছে অভিনেত্রীর: আসলে অভিনেত্রীর লিভারের আকার বেড়েছে। তাঁর লিভার SGPT ৪১৬। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি। এমন পরিস্থিতিতে দুর্বলতা থেকে গা বমি ভাবের মতো নানান উপসর্গ দেখা দেয়। কিন্তু অসুস্থতা সত্ত্বেও কাজ কিন্তু থেমে নেই সৌমিতৃষার (Soumitrisha Kundu)। মুখে হাসি নিয়েই সবটা সামলাচ্ছেন তিনি। মজা করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার লিভার SGPT ৪১৬, কিন্তু আমিও হাই ভোল্টেজ ৪৪০ ভোল্ট’। সঙ্গে তিনি আরও লিখেছেন, কালরাত্রি ২ এর ডাবিং শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কাজের চাপে কান্নাকাটি নয়, মাত্র ১৭ দিনে ১০১৩ ফর্ম আপলোড করে নজির গড়লেন মহিলা বিএলও
আগেও অসুস্থ হয়েছেন সৌমিতৃষা: প্রসঙ্গত, এর আগেও সৌমিতৃষার (Soumitrisha Kundu) অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, তাঁর কিডনিতে নাকি স্টোন হয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমের তরফে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি।
আরও পড়ুন : মিটল না মনোমালিন্য, ‘চিরদিনই’ ছাড়লেন দিতিপ্রিয়া! জিতুর বিপরীতে নতুন ‘অপর্ণা’ কে?
কাজের দিক দিয়ে সম্প্রতি ‘কালরাত্রি’র দ্বিতীয় সিজনের শুট শেষ করেছেন সৌমিতৃষা। সিরিয়াল থেকে বেশ কয়েক বছর হল দূরেই রয়েছেন তিনি। আপাতত বড়পর্দা এবং ওয়েব সিরিজেই মন দিয়েছেন অভিনেত্রী। তাঁর নতুন প্রোজেক্টের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।












