বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল সরকারের ‘দাস’ হয়ে কাজ করছে। আর সেই কারণেই ভোটের সময়ে রাজ্য পুলিশের কোনও সদস্যকে কোনও দায়িত্বে রাখা যাবে না। এমনটাই দাবি জানিয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান শুভেন্দু।
রাজ্য পুলিশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠান প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করে বলেন, ওই অনুষ্ঠানে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন পুলিশ কর্মীরা। এমনকি তাঁকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেছেন তাঁরা। এই দাবি তুলে শুভেন্দু বলেন, “এভাবে পুলিশ যদি রাজনৈতিক প্রশংসায় মেতে ওঠে, তবে তারা কীভাবে ভোটে নিরপেক্ষভাবে কাজ করবে?”
বিরোধী দলনেতার (Suvendu Adhikari) আরও অভিযোগ, এই ধরনের আচরণ দেশের অন্য কোনও রাজ্যের পুলিশ করে না। শুধু পশ্চিমবঙ্গেই নাকি পুলিশ নিজেদের মর্যাদা ও আত্মসম্মান ত্যাগ করে শাসক দলের হয়ে কাজ করছে। তাই নির্বাচন কমিশনকে আগেভাগেই সতর্ক করেছেন তিনি।
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) জারি হওয়ার দিন থেকে আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত রাজ্য পুলিশের কাউকেই ভোট বা ভোটসংক্রান্ত কোনও কাজে রাখা উচিত নয়। তাঁর অনুমান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মধ্যে এমসিসি জারি হবে। তাই শেষ মুহূর্তে অভিযোগ তোলার বদলে তিন মাস আগেই কমিশনকে পুরো বিষয়টি জানিয়ে বিকল্প ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
বিকল্প ব্যবস্থা হিসেবে শুভেন্দু বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শ গুলি হল –
- নিরাপত্তার জন্য বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা
- যে কাজগুলো কেন্দ্রীয় বাহিনী করতে পারবে না, সেগুলির জন্য অন্য রাজ্য থেকে পুলিশ আনা

আরও পড়ুনঃ ‘আত্মসমর্পণের জন্য সময় দিন’, তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ মাওবাদী নেতৃত্বের
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আগে থেকেই জানালে কমিশনের পরিকল্পনা করা সহজ হবে। তাই এখন থেকেই তোড়জোড় শুরু করার জন্যই জানিয়েছি।” সাংবাদিক বৈঠকে দিঘার ওই অনুষ্ঠানের ভিডিওও দেখান শুভেন্দু। তাঁর দাবি, সেই ভিডিওতে পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার প্রচার করা হয়েছে। এই ঘটনা সামনে এনে শুভেন্দু সাফ জানান, “দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না। ওঁদের সরিয়ে নির্বাচন করতে হবে।”












