ধর্ম নিয়ে নজিরবিহীন বিতর্ক! খ্রিস্টান অফিসারের বিরুদ্ধে কঠোর রায় দিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court Upholds Dismissal of Christian Army Officer
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে শৃঙ্খলা ভাঙার অভিযোগে বরখাস্ত হওয়া এক খ্রিস্টান অফিসারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিখ স্কোয়াড্রনে কর্মরত স্যামুয়েল কমলেসন নামে ওই অফিসার গুরুদ্বারে প্রবেশ নিয়ে বিতর্কে জড়ান। এর পর সেনা তাঁকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করে। সেই সিদ্ধান্তই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

কি ঘটেছিল?

স্যামুয়েল কমলেসন নামে এক খ্রিস্টান সেনা অফিসারকে নিযুক্ত করা হয় শিখ স্কোয়াড্রনে। সেখানে গুরুদ্বারে প্রবেশ নিয়ে তাঁর সঙ্গে অন্য জওয়ানদের বচসা হয়। সেনার নিয়ম অনুযায়ী ওই পরিস্থিতিতে তিনি যা করেছেন, তা শৃঙ্খলাভঙ্গের মধ্যে পড়ে বলে জানায় বাহিনী। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁকে সেনা থেকে বরখাস্ত করা হয়।

কী দাবি অফিসারের?

স্যামুয়েল কমলেসনের বক্তব্য, গুরুদ্বারে প্রবেশে আপত্তি তোলা তাঁর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। তাই তিনি দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন। কিন্তু সেখানে কোন সুবিধা হয়নি। দিল্লি হাই কোর্টের রায়কেই সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট।

কী বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

দিল্লি হাই কোর্টের রায়েই সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, “সেনাবাহিনী একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। সেখানে শৃঙ্খলা ভাঙলে ছাড় দেওয়া যাবে না। ওই অফিসার আইনসম্মত আদেশ অমান্য করেছে, যা জওয়ানের ভাবাবেগে আঘাত করেছে। তাই ওই অফিসার সেনার জন্য ‘অনুপযুক্ত’।”

Supreme Court Upholds Dismissal of Christian Army Officer

আরও পড়ুনঃ মমতার পক্ষে প্রচার করছে রাজ্যের পুলিশ? বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষুব্ধ শুভেন্দু, চিঠি গেল কমিশনে

দিল্লি হাই কোর্ট যেভাবে অফিসারকে বরখাস্তের আদেশ দিয়েছিল, সুপ্রিম কোর্টও (Supreme Court) একই রায় বহাল রাখল। এই মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল সেনার শৃঙ্খলা ভাঙলে ধর্মীয় যুক্তি দেখিয়ে কেউ ছাড় পাবে না।