মহিলাদের সম্মানহানি! সহকর্মীদের সঙ্গে ছবি বিকৃত করে অপপ্রচার, এবার কড়া ডোজ তরুণজ্যোতির, পাঠালেন ৫ কোটির নোটিশ

Updated on:

Updated on:

Tarunjyoti Tiwari takes strict action against social media propaganda
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে তাঁর ও মহিলা সহকর্মীদের নামে বিকৃত ছবি, নোংরা অপপ্রচার ও মানহানিকর পোস্ট ভাইরাল হয়েছে। সেই ঘটনাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে কঠোর আইনি ব্যবস্থার পথে হাঁটলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারী (Tarunjyoti Tiwari)। পুরো ঘটনা ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ থেকে শুরু করে কমিশন পর্যন্ত দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। অভিযোগকারীদের চিহ্নিত করেও ফেলেছেন তরুণজ্যোতি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রীনশর্ট পোস্ট করে তরুনজ্যোতি লিখেছেন “ক্ষমা চাইলেই কোনও অপরাধীর রেহাই নেই। আইন নিজের পথে চলবে এবং একটিও অপরাধী ছাড়া পাবে না।”

অভিযোগ শনাক্ত করে বাড়ি পর্যন্ত খোঁজ

তরুণজ্যোতি (Tarunjyoti Tiwari) জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন (NCW) এবং এসসি কমিশনে অভিযোগ পাঠানো হয়েছে।যাঁরা অপপ্রচার করেছেন, তাঁদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। অভিযুক্তের বাড়ি পর্যন্ত খোঁজ নিয়ে পৌঁছে গিয়েছিলেন দলের সদস্যরা। এবং সবচেয়ে বড় পদক্ষেপ হল ৫ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে।

তিনি (Tarunjyoti Tiwari) আরও জানান, যিনি গতকাল বিকৃত ছবি পোস্ট করেছিলেন তাঁর নাম শ্রীকৃষ্ণ পাল। তাঁর সঙ্গে নিজে কথা বলেছিলেন তরুণজ্যোতি। কিন্তু পরে দেখেন সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি চাইতে শুরু করেছেন। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগও উঠে এসেছে। এরপর থেকেই সে বাড়িতে নেই বলে খবর। এদিন তরুণজ্যোতির জুনিয়র শ্রীকৃষ্ণ পালের হাতে ৫ কোটি টাকার নোটিশ পাঠান। যার উত্তরে অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

‘ক্ষমা চাইলেই অপরাধ মাফ হয় না’ স্পষ্ট হুঁশিয়ারি তরুণজ্যোতি তিওয়ারীর (Tarunjyoti Tiwari)

তরুণজ্যোতি সরাসরি জানিয়ে দিয়েছেন ক্ষমা চাইলেই অপরাধ মুছে যায় না। আইন তার নিজের পথেই চলবে। কেউ সোশ্যাল মিডিয়ার আড়ালে লুকিয়ে নোংরামি করলে রেহাই নেই। এই প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারী (Tarunjyoti Tiwari) বলেন, মহিলা নেত্রীদের নামে বিকৃত ছবি বা অপপ্রচার ছড়ানো হলে কঠোর ব্যবস্থা হবে। যারা ভাবছেন লুকিয়ে থাকলে বাঁচা যাবে, তারা ভুল করছেন। প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তরুণজ্যোতি তিওয়ারী আরও বলেন, অনেকে ভাবছেন তাঁদের ছেলে বা বন্ধু শুধু “মজা” করছে। কিন্তু এমন “মজা” সমাজ, পরিবার ও দলের উপর সরাসরি আঘাত করে। তাই এবার সকলের সামনে সব কীর্তি উন্মোচিত হবে।

Tarunjyoti Tiwari takes strict action against social media propaganda

আরও পড়ুনঃ হাই কোর্টের সিদ্ধান্তে আপত্তি তুলতেই বিপাকে কেন্দ্র! আরও কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, কোন মামলায়?

তরুণজ্যোতি জানান, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক। তাঁকে নিয়ে মিম, রাজনৈতিক আক্রমণ, সবই গণতন্ত্রের অংশ। কিন্তু যে মুহূর্তে আপনি নোংরামি করবেন, বিকৃত ছবি বানাবেন, মহিলাদের সম্মানহানি করবেন, সেই মুহূর্তেই আইনের সবচেয়ে কঠোর পরিণতি আপনার জন্য অপেক্ষা করবে। শেষে তরুণজ্যোতির দৃঢ় ঘোষণা করে বলেন, “এই রাজ্যে ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের বিশ্বাস, আমাদের কর্মীদের মর্যাদা যে-করেই হোক রক্ষা করবো।  লড়াই এবার আরও কঠোর হবে। যা করার সামনে দাঁড়িয়েই করবো।”