বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোটের। আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিজের কর্মীদের জন্য নিয়মমাফিক মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Workers) মহার্ঘ ভাতা বা ডিএ (DA) ৪ শতাংশ বাড়ানো হয়েছে। উল্লেখ্য আগে তারা ৪৬% হারে ডিএ পেতেন। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ।
হিসেব মতো ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, পাশাপাশি জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন তারা। এরই মধ্যে সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোব়্যান্ডাম জারি করা হয়।
জানিয়ে রাখি, চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হচ্ছে। সরকারি কর্মীদের রিস্ক অ্যাকাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে কেন্দ্র। যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যে কাজ তাদের স্বাস্থ্যর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাই কেবলমাত্র এই ভাতার আওতায় আসেন।
সরকারি কর্মীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকিও দেওয়া হবে। তবে কেবলমাত্র দুই সন্তান তার সুবিধা পাবে। প্রতি সন্তানের জন্য প্রতি মাসে ২২৫০ টাকা করে ভর্তুকির দাবি করা যাবে। তবে সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে, তাহলে হোস্টেল সাবসিডি বাবদ এক একজনের জন্য প্ৰতি মাসে ৪৫০০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: ইদে ভিজবে দক্ষিণবঙ্গ, শিলাবৃষ্টি বাংলায় একাধিক জেলায়: এক নজরে দেখুন আবহাওয়ার খবর
বেড়েছে ওভার টাইম অ্যালাওয়েন্স। নাইট ডিউটির অ্য়ালাউন্সও বৃ্দ্ধি হয়েছে। এই ভাতা যেসব কর্মীরা রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটি করেন তাদের দেওয়া হবে। গত মাসেই হাউস রেন্ট অ্য়ালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। এসব বাদেও সংসদ সহকারীদের বিশেষ ভাতা বৃদ্ধি করা হয়েছে।জানিয়ে রাখি, সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের বিশেষ ভাতা এক লাফে ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পূর্বে অ্যাসিস্টেন্টের ভাতার পরিমাণ ছিল ১৫০০ টাকা এবং ইউডিসির ১২০০ টাকা। বর্তমানে তা ৫০% বেড়েছে। অ্যাসিস্টেন্টের ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২২৫০ টাকা। আর ইউডিসির ভাতা ১৮০০ টাকা করা হয়েছে। যদিও তাদের কোনও ওভার টাইম ভাতা দেওয়া হবে না। যে মাসে ১৫ দিনের বেশি সংসদীয় অধিবেশন বসবে, সংশ্লিষ্ট কর্মীরা সেই মাসেই এই ভাতা পাবেন।