২০৪৭-এর আগেই রামরাজ্যের আদলে তৈরি হবে ‘বিকশিত ভারত’! অযোধ্যা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

PM's big announcement for India from Ram temple.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অযোধ্যায় রামমন্দিরের ধ্বজারোহণের মধ্য দিয়ে ভারতের (India) স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগেই ‘বিকশিত ভারত’ গড়ে তোলার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্গশীর্ষ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পুণ্য অভিজিৎ-মুহূর্তে বিশালাকার পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল। ধ্বজারোহণের পর একে একে ভাষণ দেন আদিত্যনাথ, ভাগবত ও মোদী। ভাষণের সময় আবেগে প্রধানমন্ত্রীর হাত কাঁপতে দেখা যায়। তিনি বলেন, ‘‘আজ সারা পৃথিবী রামময়। শতাব্দীর ক্ষত আজ পূরণ হল, পূর্ণতা পেল ৫০০ বছরের যজ্ঞ ও সাধনা।’’

অযোধ্যার রাম রাজ্যের আদলে গড়ে উঠবে ‘বিকশিত ভারত’ (India):

মোদী জানান, এই পতাকা শুধু একটি প্রতীক নয়, বরং ভারতীয় (India) সভ্যতার নবজাগরণের প্রতিচ্ছবি। এটি সংকল্প, সাফল্য, সংঘর্ষ ও স্বপ্নপূরণের প্রতীক। তাঁর কথায়, রামমন্দিরে আগত সকলেই সপ্তমণ্ডপমে প্রবেশ করবেন, যা সামাজিক সম্প্রীতি, বিশ্বাস ও বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। মোদী জোর দিয়ে বলেন, রাম ভেদাভেদে প্রসন্ন নন; বরং ভক্তি ও মানবিকতায় আনন্দিত হন। গত ১১ বছরে নারী, দলিত, আদিবাসী, বঞ্চিত, কৃষক ও যুবকদের বিকাশের কেন্দ্রে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। দরিদ্রতা ও দুঃখহীন সমাজ গড়ার লক্ষ্যে সবার সম্মিলিত প্রয়াস অপরিহার্য বলে মত প্রকাশ করেন মোদী।

আরও পড়ুন: ৪০০ কোম্পানি দেয়নি চাকরি! আজ পাচ্ছেন জুকেরবার্গের থেকে বেশি বেতন, চমকে দেবে নিকেশের কাহিনি

প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২০৪৭ সালের মধ্যেই ‘বিকশিত ভারত’ (India) গঠনের কাজ সম্পূর্ণ হবে এবং সেই দেশ রামরাজ্যের আদর্শেই নির্মিত হবে। তাঁর মতে, আজকের দিনে অযোধ্যা মানবতার বিকাশের এক মডেলে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষের আগমনে স্থানীয় অর্থনীতিও প্রসারিত হয়েছে। রামভূমির এই অনুপ্রেরণাই ভারতকে অচিরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির কাতারে পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রামমন্দিরের নতুন স্থাপিত পতাকাটিও বিশেষ গুরুত্ব বহন করে। ১০ ফুট উচ্চতা ও ২০ ফুট দৈর্ঘ্যের গেরুয়া পতাকায় সূর্য, ওঁ চিহ্ন ও দেবকাঞ্চন গাছের প্রতীক রয়েছে, যা অতীতে সূর্যবংশের পতাকায় ব্যবহৃত হতো। ভারততত্ত্ববিদ (India) ললিত মিশ্র মেবারে রামায়ণের এক চিত্র বিশ্লেষণ করতে গিয়ে এই পতাকার উল্লেখ পান। সেই নকশার অনুসরণেই তৈরি হয়েছে মন্দিরের এই পতাকা, যা নাগর স্থাপত্যরীতিতে নির্মিত শিখরের চূড়ায় ৪২ ফুট দণ্ডে স্থাপিত হয়েছে। তিন কিলোমিটার দূর থেকেও পতাকাটি দৃশ্যমান। মন্দির কমিটির ঘোষণা অনুযায়ী, পতাকা উত্তোলনের মধ্য দিয়েই রামমন্দিরের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

PM's big announcement for India from Ram Temple.

আরও পড়ুন:মহিলাদের সম্মানহানি! সহকর্মীদের সঙ্গে ছবি বিকৃত করে অপপ্রচার, এবার কড়া ডোজ তরুণজ্যোতির, পাঠালেন ৫ কোটির নোটিশ

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দেড় বছর আগে রাম মন্দিরের এই ধ্বজা স্থাপনকে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ২০২০ সালে ভূমিপুজো এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রামলালার প্রাণপ্রতিষ্ঠা—সবই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যদিও সেগুলো বিজেপিকে প্রত্যাশিত ফল দিতে পারেনি। উত্তরপ্রদেশে দুর্বল ফল এবং অযোধ্যার ফৈজাবাদ আসনে পরাজয়ের পেছনে বিজেপি-আরএসএসের দূরত্বকেই কারণ হিসেবে দেখেছিলেন অনেকে। এমন প্রেক্ষিতে অযোধ্যার মঞ্চে মোদী ও ভাগবতের যৌথ উপস্থিতি এবং একই বার্তা প্রদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।