৫ বছরে মিলেছে ৩৫৩ শতাংশের রিটার্ন, এই ব্যাঙ্কের শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

Published on:

Published on:

This bank's stock has seen a huge rise in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করে থাকেন অনেকেই। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে সহজেই হওয়া যায় লাভবান। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, বেসরকারি সেক্টরের কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের দামে জোরালো উত্থান দেখা যাচ্ছে।

লাফিয়ে বাড়ছে এই শেয়ারের (Share Market) দাম:

মঙ্গলবার BSE-তে কর্ণাটক ব্যাঙ্কের শেয়ারের দাম ৮.৪২ শতাংশ বেড়ে ২১৫.৭৫ টাকায় পৌঁছেছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, শুধুমাত্র ৫ দিনে এই ব্যাঙ্কের শেয়ারের দাম ২৩ শতাংশ বেড়েছে। এদিকে, কিউপিড লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আদিত্য কুমার হালওয়াসিয়া কর্ণাটক ব্যাঙ্কের আরও শেয়ার কিনেছেন। কর্ণাটক ব্যাঙ্কে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডেরও উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে।

This bank's stock has seen a huge rise in the share market.

আরও ৪৫ লক্ষ শেয়ার কেনা হয়েছে: জানিয়ে রাখি যে, কিউপিড লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আদিত্য কুমার হালওয়াসিয়া গত সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর কর্ণাটক ব্যাঙ্কের আরও ৪৫ লক্ষ শেয়ার কিনেছেন। তিনি এই শেয়ারগুলি ৯০ কোটি টাকায় কিনেছেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) -তে উপলব্ধ তথ্য অনুসারে এই বিষয়টি সামনে এসেছে। গত শুক্রবার, কিউপিডের আদিত্য কুমার হালওয়াসিয়া কর্ণাটক ব্যাঙ্কের ৩৮ লক্ষ শেয়ার ৭১ কোটি টাকায় কিনেছেন।

কোয়ান্ট স্মলক্যাপ ফান্ডের ব্যাঙ্কটিতে ৩.৯ শতাংশ শেয়ার রয়েছে: উল্লেখ্য যে, বেসরকারি সেক্টরের কর্ণাটক ব্যাঙ্কের কোনও প্রোমোটার শেয়ারহোল্ডিং নেই। কোয়ান্ট স্মলক্যাপ ফান্ড সহ ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কর্ণাটক ব্যাঙ্কে ৩.৯ শতাংশ শেয়ার রয়েছে। এদিকে, বন্ধন মিউচুয়াল ফান্ডের কর্ণাটক ব্যাঙ্কে ২.৫৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের কর্ণাটক ব্যাঙ্কে রয়েছে ৩.৫৯ শতাংশ অংশীদারিত্ব। অপরদিকে, LIC-র এই বেসরকারি ব্যাঙ্কে প্রায় ১.৬২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার লাফিয়ে কমবে পেট্রোল-ডিজেলের দাম, মিলল বড় আপডেট

কর্ণাটক ব্যাঙ্কের শেয়ার ৫ বছরে ৩৫৩ শতাংশ বেড়েছে: জানিয়ে রাখি যে, গত ৫ বছরে কর্ণাটক ব্যাঙ্কের শেয়ার ৩৫৩ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২০ সালের ২৭ নভেম্বর তারিখে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দাম ৪৭.৩৫ টাকায় লেনদেন হয়েছিল। তবে, ২০২৫ সালের ২৫ নভেম্বর ব্যাঙ্কের শেয়ারের দাম সর্বোচ্চ ২১৫.৭৫ টাকায় পৌঁছেছে। গত ৪ বছরে, ব্যাঙ্কের শেয়ারের দাম ২১৯ শতাংশেরও বেশি বেড়েছে। এই ব্যাঙ্কের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ২৩১.২০ টাকা। যেখানে এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ১৬২.২০ টাকা।

ব্যাঙ্কটি ৩১৯ কোটি টাকার মুনাফা করেছে: কর্ণাটক ব্যাঙ্ক চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৩১৯.১২ কোটি টাকার মুনাফা করেছে। ২০২৫ সালের জুন ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের মুনাফা ৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটক ব্যাঙ্ক চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে ২৯২.৪০ কোটি মুনাফা অর্জন করেছে। চলতি অর্থবর্ষের প্রথমার্ধে, ব্যাঙ্কটি ৬১১.৫২ কোটি মুনাফা অর্জন করেছে।

আরও পড়ুন: স্মৃতির সঙ্গে প্রতারণা করছিলেন পলাশ? বিবাহ স্থগিত হওয়ার পরেই ভাইরাল চাঞ্চল্যকর স্ক্রিনশট

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, শেয়ার বাজারে বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।