SIR-এর ড্রাফট তালিকায় নাম না থাকলে দেশছাড়া হতে হবে? প্রশ্নের জবাব দিল কমিশন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) নিয়ে প্রশ্নের যেন অন্ত নেই। চলতি এসআইআর প্রক্রিয়ার প্রতি পদে পদে নানান প্রশ্ন তুলছেন ভোটাররা। ফর্মে কোনও ভুল হলে কী হবে, কীভাবে পূরণ করতে হবে ফর্ম, এমন নানান জিজ্ঞাসা রয়েছে আমজনতার। এর মাঝেই একটি বড় প্রশ্ন রয়েছে, এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে নাম বাদ গেলে কী করণীয়?

এসআইআর (SIR) নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের

সমস্ত নথি যদি ঠিকঠাক থাকে তবে ড্রাফট লিস্টে নাম উঠে যাওয়ারই কথা। তবে কোনও কারণ বশত যদি তালিকায় নাম না ওঠে তাহলে কী হবে? তবে কি দেশ ছাড়া হতে হবে? এই আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে অনেককে। যদি ড্রাফট লিস্টে নাম না ওঠে তবে কী করবেন?

What will happen if your name is not there in SIR draft list

কী জানাল কমিশন: নির্বাচন কমিশন উত্তর দিয়েছে এ বিষয়ে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারোর যদি ড্রাফট লিস্টে (Draft List) নাম না ওঠে তাহলে এ বিষয়ে নতুন করে আবেদন করার জায়গা থাকছে। সেক্ষেত্রে নিজের এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। তারপর নতুন করে নাম তুলতে হবে ভোটার লিস্টে।

আরও পড়ুন : উত্তরবঙ্গ পর্যটনে জোয়ার, দু বছরের মধ্যেই চালু হচ্ছে নয়া রেলপথ

নথিতে সমস্যা থাকলে কী হবে: যাদের নাম কিংবা নথিপত্রে কোনও সমস্যা রয়েছে তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। সেই হিয়ারিংয়ে যদি বৈধ নথি কমিশন বা ইআরওকে দেখাতে পারেন তবে সমস্যাও মিটবে।

আরও পড়ুন : জমে যাবে রুটি-পরোটার সঙ্গে, ডিনারে পাতে থাকুক ফুলকপির এই টক ঝাল রেসিপি

সেক্ষেত্রে ড্রাফট তালিকায় যদি নাম না থাকে তাহলেও চূড়ান্ত তালিকায় থাকবে নাম। তবে তালিকায় থাকা মৃত ভোটারদের নাম বাদ যাবে এসআইআরে। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।