বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। মূলত, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup 2026) সূচি ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যার প্রথম ম্যাচটি ভারত ও USA-র মধ্যে মুম্বাইতে সম্পন্ন হবে। ফাইনালটি ৮ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ২০ টি দল অংশগ্রহণ করবে। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে ICC চেয়ারম্যান থেকে শুরু করে BCCI সভাপতি এবং রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হরমনপ্রীত কৌরের মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে এই সূচির ঘোষণা করা হয়।
সামনে এল T20 বিশ্বকাপ ২০২৬ (ICC Men’s T20 World Cup 2026)-এর সূচি:
১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে: নির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের দুই সর্বশ্রেষ্ঠ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই টুর্নামেন্টে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে। এশিয়া কাপে ফাইনাল সহ ৩ টি ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার পর প্রতিশোধ নিতে চাইবে পাকিস্তান। এদিকে, টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হবে ভারতের তৃতীয় গ্রুপ ম্যাচ।
The schedule for ICC Men’s @T20WorldCup 2026 is here! 📅
The matches and groups were unveiled at a gala event in Mumbai led by ICC Chairman @JayShah, and with new tournament ambassador @ImRo45 and Indian team captains @surya_14kumar and Harmanpreet Kaur in attendance.
✍️:… pic.twitter.com/fsjESpJPlE
— ICC (@ICC) November 25, 2025
২০ টি দল ৪ টি গ্রুপে বিভক্ত:
A: ভারত, পাকিস্তান, USA, নামিবিয়া, নেদারল্যান্ডস
B: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান
C: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, বাংলাদেশ, নেপাল
D: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা
ভারত কবে-কার বিরুদ্ধে অপরের মুখোমুখি হবে: জানিয়ে রাখি যে, আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইতে USA-র বিরুদ্ধে মুখোমুখি হওয়ার পর, ভারতের পরবর্তী ম্যাচ আগামী ১২ ফেব্রুয়ারি দিল্লিতে সম্পন্ন হবে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর টিম ইন্ডিয়া আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বিয়ায় পাকিস্তানের মুখোমুখি হবে এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রতিদিন ৩ টি করে ম্যাচ সম্পন্ন হবে।
আরও পড়ুন: ৫ বছরে মিলেছে ৩৫৩ শতাংশের রিটার্ন, এই ব্যাঙ্কের শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
এই ৮ টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ সম্পন্ন হবে: ভারতে মুম্বাই থেকে শুরু করে দিল্লি, আহমেদাবাদ, কলকাতা এবং চেন্নাইকে আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদিকে, শ্রীলঙ্কায় কলম্বো এবং ক্যান্ডির ২ টি স্টেডিয়ামে খেলা হবে। সুতরাং, বিশ্বকাপটি ৭ টি শহরের ৮ টি ভিন্ন মাঠে সম্পন্ন হবে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার লাফিয়ে কমবে পেট্রোল-ডিজেলের দাম, মিলল বড় আপডেট
৫৫ টি ম্যাচের পর চ্যাম্পিয়ন নির্ধারিত হবে: এই টুর্নামেন্টে মোট ৫৫ টি ম্যাচ খেলা হবে। ভারত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করবে। জানিয়ে রাখি যে, গতবার ভারতকে চ্যাম্পিয়ন করার পর T20 ফরম্যাট থেকে অবসর নেওয়া রোহিত শর্মাকে এবার টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।












