বাংলাহান্ট ডেস্ক: মীরাটের (Meerut Murder Case) বহুলচর্চিত সৌরভ রাজপুত হত্যা মামলায় নতুন অধ্যায় যোগ হল সোমবার। মার্চেন্ট নেভির অফিসার সৌরভকে খুন করে দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগে তার স্ত্রী মুসকান রাস্তোগি এবং মুসকানের প্রেমিক সাহিল শুক্লাকে এই বছরের শুরুতেই গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরেই জানা যায়, মুসকান অন্তঃসত্ত্বা। সেই গর্ভাবস্থার শেষ পর্যায়ে পৌঁছে সোমবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিল সে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সদ্যোজাতের ওজন ২.৪ কেজি এবং মা-সন্তান দু’জনেই বর্তমানে স্থিতিশীল।
মিরাটের (Meerut Murder Case) সৌরভ রাজপুত হত্যা মামলায় নতুন মোড়:
ঘটনার আগে থেকেই মুসকানের শরীরে সন্তানের অস্তিত্ব ছিল, তবে সে নিজেও তা বুঝতে পারেনি বলে তদন্তে উঠে এসেছে। গত রবিবার জেলে থাকা অবস্থায় প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউই আসেনি বলে জানান সিনিয়র জেল সুপারিটেন্ডেন্ট বীরেশ রাজ শর্মা। ফলে কঠোর নিরাপত্তা পরিবেষ্টনে, আটজন নিরাপত্তারক্ষীর নজরদারিতে সোমবার সন্তানের জন্ম দেয় মুসকান। হাসপাতালের মূল গেট থেকে ওয়ার্ড পর্যন্ত কড়া পুলিশি পাহারা রাখা হয় যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে।
আরও পড়ুন: ভারতকে কেন ২৩,০০০ কোটি টাকার ইউরেনিয়াম বিক্রি করতে চলেছে কানাডা? কারণ জানলে অবাক হবেন
তদন্তকারীরা জানিয়েছেন, মুসকান যে সন্তানের জন্ম দিয়েছে, তার পিতা সৌরভ নন—এ ব্যাপারে প্রায় নিশ্চিত তারা। কারণ খুনের দিন ৪ঠা মার্চের সপ্তাহখানেক আগেই মুসকান গর্ভবতী হয়ে পড়েছিল। অভিযুক্ত সাহিল শুক্লার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হওয়ায় দাম্পত্যে ভাঙন আরও গভীর হয়। তা সত্ত্বেও পরিবার কিংবা প্রেমিক সাহিল—কেউই গর্ভাবস্থার খবর জানার পর থেকেও জেলে এসে তার সঙ্গে দেখা করেনি। মুসকানকে সম্পূর্ণ একাই এই পর্বের মধ্য দিয়ে যেতে হয়েছে।
মুসকান পুলিশি জবানবন্দিতে জানিয়েছে, ২০২১ সালেই স্বামী সৌরভের সঙ্গে ডিভোর্সের মামলা শুরু হয়েছিল। সেই সময় সাহিলের সঙ্গে তার কোনও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। পরে সাহিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ পাকাপাকি করার ইচ্ছা আরও জোরালো হয়েছিল তার। কিন্তু সৌরভের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া এগোতে সময় লাগছিল বলে দাবি করেছে মুসকান। এবং সেই অস্থিরতা থেকেই নাকি শেষমেশ সাহিলের সহযোগিতায় স্বামীকে খুনের সিদ্ধান্ত নেয় সে।

আরও পড়ুন:২০৪৭-এর আগেই রামরাজ্যের আদলে তৈরি হবে ‘বিকশিত ভারত’! অযোধ্যা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলছে। অপরাধের যুক্তি, গর্ভাবস্থা এবং সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে জটিল হয়ে উঠেছে গোটা মামলাটি। এদিকে সদ্যোজাত শিশুটিকে নিয়ে জেলার সমাজকল্যাণ দপ্তর এবং শিশু সুরক্ষা কমিশন পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা শুরু করেছে। আদালতে মামলার পরবর্তী শুনানিতে শিশুর ভবিষ্যৎ, অভিভাবকত্ব এবং মুসকানের চিকিৎসাজনিত প্রয়োজন—সব বিষয়ই বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।












