বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় এখন চর্চা, আগ্রহের কেন্দ্রে একটাই নাম, ‘চিরদিনই তুমি যে আমার’। অফস্ক্রিনে নায়ক নায়িকার বিবাদের জেরে সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ মাঝে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। কার্যত দুই মেরুর দুই প্রান্তে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই জানা গিয়েছে, ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া। তাঁকে ছাড়া কীভাবে চলছে শুটিং?
কীভাবে চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial) এর শুটিং?
সিরিয়ালের টিম সূত্রে খবর, গল্পের মোড় ঠিক কোনদিকে এগোবে তা বোঝা যাচ্ছে না। তবে জিতু কামাল নিয়মিতই শুটিং করছেন। কিঙ্কর ওরফে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বলেন, সিরিয়াল কোনো ভাবেই বন্ধ হবে না। কিন্তু নায়িকাকে ছাড়া কতদিন?

চলছে নতুন নায়িকার খোঁজ: ইতিমধ্যে নাকি নতুন নায়িকার খোঁজ চলছে। বেশ কয়েকটি নামও উঠে আসছে সামনে। এই তালিকায় রয়েছে প্রত্যুষা পাল থেকে সৃজা দত্তের নাম। অনেকের মতেই, সৃজাকে নাকি এই চরিত্রে দারুণ মানাবে। কিন্তু সত্যিই কি দিতিপ্রিয়ার জায়গায় নতুন অপর্ণা হয়ে আসবেন সৃজা?
আরও পড়ুন : জমে যাবে রুটি-পরোটার সঙ্গে, ডিনারে পাতে থাকুক ফুলকপির এই টক ঝাল রেসিপি
কে হচ্ছেন নতুন অপর্ণা: সংবাদ মাধ্যমকে তিনি জানান, অনেক সময় কাজের নানান আলোচনা হয়ে থাকে। তবে এই মুহূর্তে কোনও সিরিয়ালে (Serial) তিনি সই করেননি বলেই জানান সৃজা। সামনেই তাঁর পরীক্ষা। তাই আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।
আরও পড়ুন : রাজারহাটে নতুন আকর্ষণ, দিঘার জগন্নাথ মন্দিরের পর নয়া তীর্থস্থানের ঘোষণা মমতার
যদিও টেলিপাড়া সূত্রে খবর, এখনও অপর্ণা চরিত্রে লুক সেট হয়নি। তাই আপাতত ধারাবাহিকে দেখা যাচ্ছে অপর্ণা হারিয়ে গিয়েছে। তাকেই খুঁজে চলেছে আর্য। এবার নতুন অপর্ণা হিসেবে কাকে দেখা যায় সেটাই দেখার অপেক্ষা।












