৩০ ঘণ্টার ধর্ণার পর অবশেষে দেখা করলেন সিইও! BLO-দের কী প্রতিশ্রুতি দিলেন মনোজ আগরওয়াল?

Published on:

Published on:

CEO Manoj Agarwal Meets Agitating BLOs After 30 Hour Protest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অতিরিক্ত কাজের চাপ, অসুস্থতার অভিযোগ, এমনকি আত্মঘাতী হওয়ার ঘটনাকে সামনে রেখে সিইও অফিসের সামনে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্নায় বসেছিলেন তৃণমূলপন্থী বিএলও-রা। শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal)। বৈঠকের পর ধর্না উঠলেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।

৩০ ঘণ্টা অবধি সিইও অফিসের বাইরে ধারণায় বিএলওরা

সোমবার বিকেল থেকেই সিইও অফিসের বাইরে ধর্নায় বসেন বেশ কিছু বিএলও। এসআইআর কাজের অতিরিক্ত চাপে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়ছেন, এই অভিযোগ তুলে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। তাঁদের স্পষ্ট দাবি ছিল, “সিইও আমাদের সঙ্গে দেখা না করলে ধর্না উঠবে না।” এমন অবস্থানে রাত পেরিয়ে ২৪ ঘণ্টা, তারপর ৩০ ঘন্টা অব্দি তাঁরা অবস্থান চালিয়ে যায়।

৩০ ঘণ্টা পর বৈঠকে বসেন সিইও (CEO Manoj Agarwal)

অবশেষে মঙ্গলবার রাতে ধর্নাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। তিনি তাঁদের অভিযোগ ও দাবি শোনেন। বিএলও সোনালি বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী জানান, “দীর্ঘ ৩০ ঘণ্টা পর সিইও আলোচনায় বসতে বাধ্য হলেন। আমরা তাঁকে বলি, বর্তমান সময়ে কাজের চাপ সামলানো অসম্ভব।”

কী কী দাবি জানালেন বিএলও-রা?

বৈঠকে বিএলও-রা সিইওকে একাধিক দাবি জানান। দাবি গুলি হল –

  1. ফর্ম পূরণ ও ডিজিটাইজেশনের জন্য আরও সময়
  2. ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ
  3. কোনও বিএলওকে শোকজ বা সাসপেন্ড না করার নিশ্চয়তা
  4. কাজের চাপে মারা যাওয়া বিএলওদের পরিবারের জন্য ক্ষতিপূরণ

সোনালির দাবি, “অনেকেই সময়মতো কাজ শেষ করতে না পেরে আতঙ্কে ভুগছেন। তাই শোকজ না করার আবেদন জানিয়েছি।”

শোকজ না করার আশ্বাস সিইও-র

সোনালি জানান, “সিইও আমাদের আশ্বস্ত করেছেন যে, কোনও বিএলওকেই শোকজ করা হবে না, সাসপেন্ডও করা হবে না।” ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে তাঁদের দাবির বিষয়ে সিইও জানিয়েছেন, “এটা আমার হাতে নেই, দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাব।” এছাড়া আত্মঘাতী হয়ে মারা যাওয়া বিএলওদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও সিইও (CEO Manoj Agarwal) জানিয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

CEO Manoj Agarwal Meets Agitating BLOs After 30 Hour Protest

আরও পড়ুনঃ পার্টির ফান্ডে কত অনুদান ঢুকছে? হিসাব চাইলো সুপ্রিম কোর্ট, নোটিস গেল কমিশনে

প্রায় দেড় দিনের ধর্নার পর সিইওর (CEO Manoj Agarwal) আশ্বাসে অবস্থান তুললেও আন্দোলন থেমে নেই। সোনালি বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী স্পষ্ট জানান, “ধর্না তুলেছি ঠিকই, কিন্তু আন্দোলন জারি থাকবে।”