‘ঝুঁকির মুখে গণতন্ত্র’, সংবিধান দিবসে বিজেপিকে খোঁচা! কী বললেন মমতা?

Published on:

Published on:

Mamata Banerjee Warns Democracy in Danger Under BJP Rule
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সংবিধান দিবসের আবহে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে বড়সড় চাপে পড়েছে, সেই উদ্বেগই আবার তুলে ধরলেন তিনি।

গণতন্ত্র দিবসের দিন পড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি শাসনে ভারত আজ গণতন্ত্রের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। ধর্মনিরপেক্ষতার যে ভাবধারা ভারতের মূল ভিত্তি তা বিপন্ন হয়ে পড়ছে। ওয়াকিবহাল মহলের মতে, মমতার এই মন্তব্যের লক্ষ্য সোজা কেন্দ্রীয় সরকারকেই।

মমতার (Mamata Banerjee) কথায়, বিজেপি সরকার এমনভাবে পদক্ষেপ নিচ্ছে যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাজ্যগুলির অধিকার সংকুচিত হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। সংবিধান দিবসের দিনে এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বলেই রাজনৈতিক মহলের মত।

তিনি আরও বলেন, এই সংকটের সময়ে দেশের সংবিধানই একমাত্র পথ দেখাতে পারে। ভারতের সংবিধান যে প্রত্যেক নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দেয়, সেই মূল্যবোধ রক্ষার কথাই সবাইকে স্মরণ করালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

Mamata Banerjee Writes Fresh Letter to CEC Over SIR Crisis

আরও পড়ুনঃ ৩০ ঘণ্টার ধর্ণার পর অবশেষে দেখা করলেন সিইও! BLO-দের কী প্রতিশ্রুতি দিলেন মনোজ আগরওয়াল?

সংবিধান রচয়িতা ড. বি. আর. আম্বেদকরের প্রতিও সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে নিজের X হ্যান্ডেলে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সংবিধান দিবসে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসলে কেন্দ্রের উদ্দেশ্যেই তির্যক বার্তা।