বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে ফের সোনার দামে (Gold Price) আগুন। যার ফলে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। পাশাপাশি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১ লাখের গণ্ডিতে রয়েছে। তবে মাঝখানে সোনার দাম কিছুটা কমায়, স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু আবার হঠাৎ বেড়ে যাওয়ায় পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। জেনে নিন আজকের লেটেস্ট রেট।
ধরা ছোঁয়ার বাইরে সোনার দাম! জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। দেখুন আজকের রেট (Gold Price)।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৯৭৫ টাকা (+১৭৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৯৭৫০ টাকা (+১৭৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০ টাকা (+১৮৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০০টাকা (+১৮৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৫৪০ টাকা (+১৮৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৫৪০০টাকা (+১৮৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৭৬০(+৩০৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৭৬০০(+৩০৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৭৫০টাকা (+৩০৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৭৫০০টাকা (+৩০৫০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। তাছাড়া এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।












