বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। গত ২৩ নভেম্বর সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু, বিয়ের দিন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যে কারণে বিবাহের অনুষ্ঠানও স্থগিত হয়ে যায়। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, বর্তমানে স্মৃতির বাবা বিপদমুক্ত এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতির (Smriti Mandhana) বাবা শ্রীনিবাস মান্ধানা:
রিপোর্ট অনুসারে, শ্রীনিবাস মান্ধনাকে ২৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে সাঙ্গলির সর্বহিত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই হাসপাতালটি মান্ধনা পরিবারের বাড়ির কাছে স্থিত এবং স্মৃতির বাবা সেখানেই ভর্তি ছিলেন। গত ২৩ নভেম্বর দুপুর দেড়টা নাগাদ তাঁকে হাসপাতালে আনা হয়। মান্ধানা পরিবারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, শ্রীনিবাসের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর, তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাঁর পর্যবেক্ষণ করছিলেন।

উল্লেখ্য যে, যখন শ্রীনিবাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন তাঁর বুকের বাম দিকে ব্যথা অনুভব করার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। যা পরে হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ করে। তবে, তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। খবর অনুসারে, স্মৃতির বাবার অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছিল। যেখানে কোনও জটিলতা দেখা যায়নি এবং তিনি এখন সুস্থ আছেন। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সাঙ্গলিতে তাঁর বাড়িতে বিশ্রামে রয়েছেন।
আরও পড়ুন: ভারতকে কেন ২৩,০০০ কোটি টাকার ইউরেনিয়াম বিক্রি করতে চলেছে কানাডা? কারণ জানলে অবাক হবেন
বিয়ে নিয়ে বজায় ‘সাসপেন্স’: এদিকে, শ্রীনিবাস মন্ধানার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই স্মৃতির বিবাহের পরবর্তী আপডেটের দিকে তাকিয়ে আছেন অনুরাগীরা। মান্ধানা পরিবার আগেই জানিয়েছিল যে, স্মৃতির বাবা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিবাহ স্থগিত থাকবে। তবে, পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বিয়েটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে অনুমান করা মনে হচ্ছে।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! সামনে এল T20 বিশ্বকাপ ২০২৬-এর সূচি, কবে-কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ?
মূলত, বিয়ে স্থগিত হওয়ার পরে থেকেই, স্মৃতিকে পলাশ মুচ্ছলের প্রতারণার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। অন্য একজন মহিলার সঙ্গে পলাশের চ্যাটের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও স্পষ্ট হয়নি। তবে, বিষয়টি বিবাহের প্রভাব ফেলতে পারে বলেই অনুমান করছেন নেটিজেনরা।












