বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা টেস্টে সিরিজে দ্বিতীয় ম্যাচটি সম্পন্ন হয়েছে গুয়াহাটিতে। যেখানে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানের বিরাট ব্যবধানে টেস্ট ম্যাচটি জিতেছে এবং ভারত ২-০ ব্যবধানে সিরিজটি হাতছাড়া করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ আফ্রিকা ২৫ বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছে। এর আগে, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা ভারতে টিম ইন্ডিয়াকে ক্লিন সুইপ করেছিল। সেখানেও দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজটি জেতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত টিম ইন্ডিয়া (India National Cricket Team):
দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে বিশাল টার্গেট রেখেছিল: এই টেস্ট ম্যাচটি জয়ের জন্য, দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে ৫৪৯ রানের একটি বিশাল টার্গেট নির্ধারণ করেছিল। শেষ দিনে, টিম ইন্ডিয়ার ম্যাচটি জয়ের জন্য ৫২২ রানের প্রয়োজন ছিল। এদিকে, চতুর্থ দিনের খেলা শেষে, দক্ষিণ আফ্রিকা ভারতের ২ টি উইকেট নেয়। তবে, শেষ দিনে ২ টি সেশনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা টিম ইন্ডিয়ার বাকি ৮ টি উইকেট নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে। দক্ষিণ আফ্রিকার এই বিরাট জয়ে দলের বোলার এবং ব্যাটাররা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
Rishabh Pant says “there were moments in the game when they were ahead” 😭 ?
Sorry bro but we were watching match
There were 14 sessions played in which South Africa managed to win 12 sessions
There were no moments, just hammering#INDvSA #RishabhPant pic.twitter.com/Ai58X7AIN0
— Prateek (@prateek_295) November 26, 2025
;
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হলেন সাইমন হার্মার এবং মার্কো জেনসেন: জানিয়ে রাখি যে, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৬ টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জেনসেন। এদিকে, দ্বিতীয় ইনিংসে তিনি ১ টি উইকেট নেন।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রীনিবাস মান্ধানা! পলাশ-স্মৃতির বিয়ে নিয়ে এখনও বজায় ‘সাসপেন্স’
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার সর্বোচ্চ ৮ টি উইকেট নেন। প্রথম ইনিংসে তিনি নেন ৩ টি উইকেট। হার্মার এই ম্যাচে তিনি মোট ৯ উইকেট নেন। এছাড়াও, মার্কো জেনসেন ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন: ভারতকে কেন ২৩,০০০ কোটি টাকার ইউরেনিয়াম বিক্রি করতে চলেছে কানাডা? কারণ জানলে অবাক হবেন
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান করে: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যেখানে তারা করে ৪৮৯ রান। প্রথম ইনিংসে দলের হয়ে সেনুরান মুথুসামি দুর্দান্ত ১০৯ রান করেন। জবাবে ভারতীয় দল ২০১ রানে অলআউট হয়ে যায়। এরপর আফ্রিকা ২৬০ রানে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। যার ফলে ভারতকে ৫৪৯ রানের টার্গেট পায়। জবাবে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় এবং ৪০৮ রানে ম্যাচটি হেরে যায়।












