‘পচা শামুকে পা কাটবেন না’, SSC মামলায় উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট, পার্থকে কড়া সতর্কতা বিচারকের

Published on:

Published on:

Partha Chatterjee Bail Warning
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে আজ তীব্র উত্তেজনা। সশরীরে হাজির না হওয়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কড়া হুঁশিয়ারি দিলেন বিচারক। সরাসরি জানিয়ে দিলেন, শুনানির দিনে হাজিরা না দিলে জামিন বাতিলও হতে পারে।

পার্থকে (Partha Chatterjee) জামিন বাতিলের হুশিয়ারি ব্যাঙ্কশাল কোর্টের

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বুধবার ব্যাঙ্কশাল কোর্টে গুরুত্বপূর্ণ শুনানির দিন ছিল। এই মামলায় জামিনে বাইরে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়ম অনুযায়ী সশরীরে হাজির থাকার কথা থাকলেও, এদিন আদালতে উপস্থিত হননি তিনি। আর তাতেই কড়া অবস্থান নিলেন বিচারক শুভেন্দু সাহা।

বিচারক স্পষ্ট বলেন, “উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের প্রত্যেককে কিন্তু নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে। পচা শামুকে পা কাটবেন না।” হাজিরা না দিলে এই আদালতের জামিন বাতিল করার ক্ষমতা আছে বলেও কড়া মন্তব্য করেন তিনি। শুধু পার্থই (Partha Chatterjee) নন, চার্জশিটে নাম থাকা সত্ত্বেও সেদিন অনুপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন অভিযুক্ত। তাঁদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারক।

পার্থর (Partha Chatterjee) আইনজীবী আদালতে জানান, স্বাস্থ্যগত সমস্যার কারণে পার্থ সশরীরে হাজির হতে পারেননি। সেই মর্মে আবেদনও জমা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও নরম হননি বিচারক। তিনি ফের সতর্ক করে বলেন যে, শুনানির দিন উপস্থিত না থাকলে পরিণতি ভালো হবে না। অন্যদিকে, কুঞ্জল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন অভিযুক্ত এদিন কোর্টে হাজির ছিলেন। আদালতে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। শুনানি শুরু হওয়ার আগেই আদালতের ভিতরেই বোঝা যায় পার্থ নেই। সেদিন তাঁকে হাজির থাকবেন ধরে নিয়েই অনেকে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি।

Partha Chatterjee Bail Warning

আরও পড়ুনঃ বেলডাঙ্গায় বাবরি মসজিদের পোস্টার পড়তেই তোলপাড়! কী ঘটছে এলাকায়?

উল্লেখ্য, এদিনই অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদনও শোনা হয়। তিনি আদালতে জানান, তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত অন্য দিনের মতোই শুনানি চলে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ জানুয়ারি। ওই দিন পার্থ (Partha Chatterjee) ও শান্তনু হাজির হন কি না, এখন সেটাই নজরে।