বাংলাহান্ট ডেস্ক : বাংলার এক জনপ্রিয় তীর্থস্থান মায়াপুর। নতুন মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে পর্যটক, দর্শনার্থীদের সংখ্যাও আরও বেড়েছে। কলকাতা থেকেও বহু মানুষ আসেন মায়াপুরে ঘুরতে। আর এবার ট্রেন (Indian Railways) পথে মায়াপুর আসা হল আরও সহজ। নতুন লিঙ্ক ট্রেন চালু হওয়ায় কলকাতা থেকে মায়াপুর যাতায়াত হয়ে উঠেছে আরও সহজ।
মায়াপুর যাওয়ার জন্য চালু নতুন লিঙ্ক ট্রেন (Indian Railways)
নদিয়ার মায়াপুরের নিকটবর্তী আমঘাটা স্টেশন থেকে চালু হয়েছে নতুন লিঙ্ক ট্রেন। এই ট্রেনে করেই প্রথমে আমঘাটা থেকে কৃষ্ণনগর গিয়ে তারপর ওই ট্রেনেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ। কবে কবে কোন সময়ে চলবে এই ট্রেন, দেখে নিন সময়সূচী।

লিঙ্ক ট্রেনের সময়সূচী: সকালের আপ লোকালটি ছাড়বে রানাঘাট থেকে ৬ টা ৫ মিনিটে। কৃষ্ণনগর থেকে ছাড়বে সকাল ৬ টা ৩৮ এ এবং আমঘাটা থেকে ছাড়বে সকাল সাতটায়। সকালের ডাউন লোকালটি আমঘাটা থেকে ছাড়বে সকাল ৭ টা ৮ মিনিটে। কৃষ্ণনগর থেকে ট্রেনটি (Indian Railways) ছাড়বে সকাল ৭ টা ২৩ এ, ট্রেন রানাঘাট থেকে সকাল ৮ টা ২৮ এ এবং সকাল ৯ টা ১৫ তে ট্রেনটি ছাড়বে বনগাঁ থেকে।
আরও পড়ুন : সিরিয়াল ছেড়েছেন দিতিপ্রিয়া, নায়িকাহীন মেগার শুটিং হচ্ছে কীভাবে?
আপ লোকালের সময়সূচী: দুপুরের আপ লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ১০ টা ৫২ মিনিটে। কৃষ্ণনগর থেকে ১ টা ১৫ মিনিটে এবং আমঘাটা থেকে ট্রেনটি ছাড়বে ১ টা ৪৫ মিনিটে। দুপুরের ডাউন লোকাল আমঘাটা থেকে ছাড়বে ১ টা ৫৩ মিনিটে।
আরও পড়ুন : খাসির মাংস রান্নায় ঠিক কখন দিতে হয় দই? ছোট্ট ট্রিকসেই খুলবে আসল স্বাদ
কৃষ্ণনগর থেকে দুপুরের আপ লোকাল ছাড়বে ২ টো ১৫ মিনিটে, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে ৪ টে ১৫ মিনিটে। শিয়ালদহ থেকে রাতের আপ লোকাল ছাড়বে ৬ টা ৪৩ মিনিটে, কৃষ্ণনগর থেকে ৮ টা ৫৯ মিনিটে এবং আমঘাটা থেকে রাত ৯ টা ১৫ তে ছাড়বে। রাতের ডাউন লোকাল আমঘাটা থেকে ছাড়বে ৯ টা ৩৮ এ, কৃষ্ণনগর থেকে ছাড়বে ১০ টা ২২ মিনিটে এবং শিয়ালদহ থেকে ছাড়বে ১২ টা ৪০ এ।












