বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলে পরে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে ওঠে। তাই এই সময়ে আপনি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট কিনে ব্যবহার করতে শুরু করেন (Skin Care)। সেখানে যদিও সাময়িকভাবে কিছুটা উপকার পান। কিন্তু ব্যবহার করা বন্ধ করে দিলে আবার সেই একই রকমের শুষ্কতা শরীরে দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে কেনা আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার না করে ব্যবহার করতে পারেন ঘরে থাকা এই দুটি প্রয়োজনীয় উপকরণ। যা দিয়ে আপনি শীতেই বানিয়ে ফেলতে পারবেন ক্রিম।
শীতকালের শুষ্ক ত্বকে মিলবে আরাম—ঘি ও হলুদের ঘরোয়া যত্নে (Skin Care)
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর এর জন্য আপনি এক নয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করছেন। অথবা পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। কিন্তু সেই সব না করে বাড়িতে থাকা এই দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একটি দুর্দান্ত শীতের ক্রিম। যা ব্যবহার করে আপনি এই শুষ্ক ত্বকের আদ্রতা বজায় রাখতে পারবেন। পাশাপাশি ত্বকের জেলাও বাড়িয়ে তুলবেন।

আরও পড়ুন: রেসিপি নতুন, স্বাদ আলাদা! ভেটকি মাছ দিয়ে তৈরি করুন ফিউশন ডিশ, প্রণালী রইল
কারণ হলুদের মধ্যে রয়েছে। কারকিউমিন। যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এতে ত্বকের সমস্যা একদিকে যেমন কমায়। অপরদিকে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। পাশাপাশি শীতকালে হলুদের ক্রিম মাখলে ত্বকের আদ্রতা বজায় থাকে। এছাড়া হলুদ ত্বকের দাগ দূর করতে পারে।
এর পাশাপাশি, ঘি জন্য ভীষণভাবে উপকারী। কারণ শীতকালে শুষ্ক ঠোঁট, ফাটা গোড়ালি, ও ত্বকের বাকি সমস্যা দূর করতে পারে ঘি। এছাড়া ত্বকের ওপর সুরক্ষা কবজ তৈরি করতে সাহায্য করে ঘি। এবার দেখে নিন কিভাবে বাড়িতে এই ক্রিমটি বানিয়ে নেবেন।
প্রথমে একটি পাত্রে দুই থেকে তিন চামচ ঘি নিন। এরপর সেটিকে কম আছে গরম করুন। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো যোগ করুন। এরপর সেটিকে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নিন। এবার সেই মিশ্রণটি কাঁচের শিশিতে ঢেলে রাখুন। তারপর প্রতিদিন রাতে শোয়ার আগে সেই ক্রিমটি ত্বকে ভালোভাবে মাখন। টানা ১৫ দিন ব্যবহার করলে এর ফলাফল আপনি হাতেনাতে পাবেন (Skin Care)।












