বালু তো নস্যি! রেশন দুর্নীতিতে বিদেশে ৩৫০ কোটি পাচার করেছেন বিশ্বজিৎ! কে এই ব্যক্তি?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। শীঘ্রই এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি (Enforcement Directorate)। এই চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তাঁর সংস্থার নাম থাকতে চলেছে বলে খবর।

এর আগে রেশন দুর্নীতি মামলায় দু’টি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি (ED)। এর মধ্যে প্রথমটিতে নাম ছিল জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এবং বাকিবুর রহমানের। সেখানে দাবি করা হয়েছিল, এই দুর্নীতি কাণ্ডে প্রায় ২০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দ্বিতীয় চার্জশিটে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর উল্লেখ ছিল। এবার বিশ্বজিৎ (Biswajit Das) এবং তাঁর সংস্থার উল্লেখ থাকতে চলেছে বলে খবর। সেই সঙ্গেই এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয়র নাম থাকবে বলে জানা যাচ্ছে।

একসময় শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজিৎ। তাঁর সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। তবে পরবর্তীকালে নিজস্ব ব্যবসা শুরু করেন। তাঁর বিদেশি মুদ্রা কেনাবেচা, ইমপোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা আছে বলে খবর। এবার সেই ব্যবসায়ীর বিরুদ্ধেই রেশন দুর্নীতি মামলার তৃতীয় চার্জশিট দিতে চলেছে ইডি।

আরও পড়ুনঃ ‘ট্র্যাফিক পুলিশের মতো CBI-কেও মানুষ আর মানে না’, মেয়র ফিরহাদের দাবিতে শোরগোল…

জানা যাচ্ছে, ২০১৪-২০১৫ সাল নাগাদ রেশন দুর্নীতির প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। জ্যোতিপ্রিয়র সেই টাকা বিদেশে পাচার করেছিলেন বিশ্বজিৎ। ৫% কমিশনে তিনি এই কাজ করেছিলেন বলে খবর।

ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র এজেন্টের দ্বারা বিশ্বজিতের কাছে নগদ টাকা পৌঁছে যেত। এরপর হাওয়ালার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করতেন তিনি। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির দিতে চলা তৃতীয় চার্জশিটে সব বিষয়ে বিশদে উল্লেখ থাকবে বলে খবর।

ration scam enforcement directorate ed biswajit das

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর দুই ঘনিষ্ঠ শঙ্কর এবং বিশ্বজিতের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্রও উদ্ধার করা হয়েছিল। তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো সামনে আসছে একাধিক নতুন তথ্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর