ভোটের আগে আচমকাই বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় কত হল? রইল নয়া রেট

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে (India) লোকসভা নির্বাচনের জন্য পরিবেশ হয়ে রয়েছে সরগরম। প্রায় প্রতিটি ক্ষেত্রই প্রভাবিত হচ্ছে নির্বাচনের জন্য। এমতাবস্থায়, সামনে এসেছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণে ভিত্তিতে নির্ধারিত হয়। যেগুলির মধ্যে রয়েছে মালবাহী চার্জ থেকে শুরু করে ভ্যাট এবং স্থানীয় করের মতো বিষয়গুলি। এদিকে, ২০২২ সালের মে মাসে কেন্দ্রীয় সরকারের তরফে এবং বেশ কয়েকটি রাজ্যে জ্বালানি কর কমানো হয়েছিল।

এমন পরিস্থিতিতে, অয়েল মার্কেটিং কোম্পানিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দামের নিরিখে প্রতিদিন সকাল ৬ টায় জ্বালানির খুচরো দাম পরিবর্তন করে। মূলত, বেস প্রাইসিং, প্রাইস ক্যাপ এবং আবগারি করের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে থাকে। এমতাবস্থায় চলুন জেনে নিই, আজকের নির্ধারিত দাম অনুসারে দেশের চারটি মহানগরে পেট্রোল এবং ডিজেল কত টাকায় বিক্রি হচ্ছে।

Petrol-diesel prices suddenly increased before the election.

পেট্রোল এবং ডিজেলের দাম:
নিউ দিল্লিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৪.৭২ টাকা এবং ৮৭.৬২ টাকা।
কলকাতাতে ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৯৪ টাকায়। পাশাপাশি, এখানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯০.৭৬ টাকায়।
মুম্বাইতে ১ লিটার পেট্রোল কিনতে গেলে খরচ হবে ১০৪.২১ টাকা। পাশাপাশি, ১ লিটার ডিজেল কিনতে গেলে খরচ হবে ৯২.৩৪ টাকা।
এদিকে, চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০০.৭৫ টাকা এবং ৯২.৩৪ টাকায়।

আরও পড়ুন: চাঁদের পাহাড়ে দাদাগিরি দেখাচ্ছিল চিন! পরিকল্পনায় জল ঢেলে মোক্ষম চাল ভারতের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক থেকে শুরু করে ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে জ্বালানির দাম মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এদিকে, কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরে রাজ্যগুলিতে জ্বালানির কিছুটা কমলেও আগে থেকেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে যে এখনও তা ১০০ টাকার গণ্ডির বাইরে রয়েছে।

আরও পড়ুন: আর যেতে হবেনা ATM! এবার এইভাবে ঘরে বসেই পেয়ে যান নগদ টাকা

SMS-এর মাধ্যমে জানুন পেট্রোল-ডিজেলের দাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনি যদি একজন IOCL গ্রাহক হন সেক্ষেত্রে RSP <ডিলার কোড> লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে SMS পাঠাতে পারেন। পাশাপাশি, আপনি যদি BPCL গ্রাহক হন, সেক্ষেত্রে পেট্রল-ডিজেলের দাম জানার জন্য RSP <ডিলার কোড> লিখে ৯২২৩১১২২২২ নম্বরে SMS পাঠান। এছাড়াও, আপনি যদি একজন HPCL গ্রাহক হন সেক্ষেত্রে HPPRICE <ডিলার কোড> লিখে ৯২২২২০১১২২ নম্বরে SMS পাঠান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর