নতুন নিয়োগে বয়সসীমায় ছাড় নয়! টেট উত্তীর্ণদের দাবি মানলেন না বিচারপতি বসু

Published on:

Published on:

Calcutta High Court Rejects 2022 TET Candidates Age Relaxation Plea
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের টেট পাশ করা বহু প্রার্থী নতুন শিক্ষক নিয়োগে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তাঁরা হাইকোর্টে বয়সছাড়ের আবেদন করেন। সেই আবেদনই শেষ পর্যন্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়সছাড়ের দাবি খারিজ হাই কোর্টের (Calcutta High Court)

২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়সছাড়ের দাবি খারিজ করে হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৫ সালে যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে বয়সসীমায় কোনও ছাড় দেওয়া যাবে না। টেট উত্তীর্ণদের আইনজীবী আদালতে বলেন, ২০১৭ সালে একই ধরনের মামলায় আদালত প্রার্থীদের বয়সছাড়ের সুবিধা দিয়েছিল। তাই ২০২২ সালের প্রার্থীদের জন্যও সেই সুযোগ থাকা উচিত।

কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যুক্তি দেয়, ২০১৬ সালের যে নিয়মে বয়সসীমা নির্ধারিত হয়েছে, সেই রুল কখনও চ্যালেঞ্জ করা হয়নি। তাই সেই রুল বদলানোর বা পরিবর্তন করার ক্ষমতা আদালতের নেই। এই প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, ২০১৭ সালের মামলার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। তখন পর্ষদের যুক্তিও ভিন্ন ছিল। তাই আগের রায়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল নেই।

Calcutta High Court Rejects 2022 TET Candidates Age Relaxation Plea

আরও পড়ুনঃ বনগাঁয়ের বার্তার পর সংখ্যালঘু দুই জেলায় মমতা, হুমায়ুন-মিম এর জন্যই কি চাপে দল?

২০২২ সালে যারা টেট পাশ করেছিলেন, তাঁদের অনেকের অভিযোগ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন প্রকাশ না হওয়ায় তাঁদের বয়সসীমা পেরিয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১৩ হাজারের বেশি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক পর্ষদ। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পরেও নিয়োগপ্রক্রিয়া শুরু না হওয়ায় সমস্যায় পড়েন অনেক উত্তীর্ণ প্রার্থী। এই কারণেই তাঁরা বয়সছাড় চেয়ে আদালতের (Calcutta High Court) শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়ে সেই আবেদন খারিজ হওয়ায় বয়সসীমা অপরিবর্তিতই থাকছে। ফলে নতুন নিয়োগে ২০২২ টেট পাশ করা বহু প্রার্থীই আর অংশ নিতে পারবেন না।