বাংলাহান্ট ডেস্ক : চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় একাধিক বিতর্কও দেখা দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়া। অর্থাৎ ভোটার তালিকায় সংশোধনের পর্ব। এই পর্বে যদি ভোটারের কোনও তথ্য সংশোধন করতে হয় তাহলে আধার কার্ড বাধ্যতামূলক, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
এসআইআরে (SIR) প্রয়োজন আধার কার্ড
এসআইআর করার ক্ষেত্রে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করা হয়েছে আধার কার্ডকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে ই সাক্ষর করে এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআর (SIR) ফর্ম বিলি, জমা দেওয়া এবং নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করার কাজ।

খসড়া তালিকায় হবে রিভিশন: ৯ ডিসেম্বরের পর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তারপর সেখানে হবে সংশোধন বা রিভিশন পর্ব। মৃত অথচ লিস্টে নাম রয়েছে এমন ভোটার, অযোগ্য, মাইগ্রেটেড, অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে এই পর্বে। পাশাপাশি এই পর্বে নামের বানান কিংবা অন্য কোনও তথ্য যদি সংশোধন করার থাকে, সেটাও করা যাবে এই সময়। অন্যদিকে নতুন ভোটারের নাম তোলা হবে ৬ নম্বর ফর্ম পূরণ করে।
আরও পড়ুন : খাসির মাংস রান্নায় ঠিক কখন দিতে হয় দই? ছোট্ট ট্রিকসেই খুলবে আসল স্বাদ
আধার কার্ডে মান্যতা: এই কাজগুলির ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। নির্বাচন কমিশন আগেই বলেছিল, আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে গণ্য করা হবে এসআইআরে (SIR), তবে তা শুধুই পরিচয়জ্ঞাপক নথি হিসেবে। তবে এখন অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় আধার নম্বর দিয়ে ই সাক্ষর করতে হবে। আবার খসড়া ভোটার তালিকা রিভিশন করে চূড়ান্ত তালিকা তৈরির সময় কোনও তথ্য সংশোধন, নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রেও আধার কার্ডের নম্বর দিয়ে ই সাক্ষর করে ঢুকতে হবে কমিশনের পোর্টালে।
আরও পড়ুন : শিয়ালদহ থেকে এক ট্রেনে মায়াপুর, দর্শনার্থীদের জন্য বড় উপহার রেলের
সম্প্রতি ফর্ম পূরণের সময়সীমার বিভ্রান্তির বিষয়ে কমিশন জানায়, রাজ্যের যে বুথগুলিতে ৫০০-৬০০ র মধ্যে ভোটার, সেখানের বিএলওদের অনুরোধ করা হয়েছিল ২৫ থেকে ২৮ এর মধ্যে কাজ শেষ করতে।












