বাংলা হান্ট ডেস্কঃ চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া! এহেন মন্তব্য করে তুমুল ট্রোলড হয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তিনি বলেছিলেন, এখানে এত শিল্প হয়েছে যে রাস্তাঘাট ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে! রচনার এই মন্তব্য ঘিরে ব্যাপক চর্চা হয়েছিল। এবার একেবারে রিল বানিয়ে সবাইকে ‘উন্নয়নের ধোঁয়া’ দেখালেন রচনা।
সপ্তাহখানেকের অপেক্ষা শেষে রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। রোজই প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা। তৃণমূলের (TMC) তারকা ‘ক্যান্ডিডেট’ রচনাও ব্যতিক্রম নন। বৃহস্পতিবার প্রচারের জন্য হুগলি (Hooghly) এসেছিলেন তিনি। কিন্তু রাস্তায় একটা চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখে দাঁড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। সেই ধোঁয়া যে কারখানা থেকে বেরোচ্ছে তা বুঝতে অসুবিধা হয়নি রচনার।
চিমনির দিকে আঙুল তাক করে জোড়াফুল (Trinamool Congress) প্রার্থী বলেন, ‘এটা হল আমাদের হুগলির ধোঁয়া। আমি যাতায়াতের পথে সেটা সবসময়ই দেখতে পাই। সিগারেট কিংবা বিড়ি ধোঁয়া নয় এটা। এটা হল মেশিনের ধোঁয়া’। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় রচনার এই রিল। বিষয়টি চোখে পড়েছে হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়েরও (Locket Chatterjee)। এই নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মেলেনি পছন্দের জায়গা! এবার তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন দিলীপ ঘোষ, শীঘ্রই কী…!
বিজেপি নেত্রী বলেন, ‘মানুষ সব জানে। এখানে যে কিছুই হয়নি সেই বিষয়ে তাঁরা অবগত। সিঙ্গুরের কৃষকরা চোখের জল ফেলছেন। বুলডোজার দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে টাটাকে। ডানলপকে শেষ করে দেওয়া হয়েছে। সব যন্ত্র চুরি করে নিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে সব’।
এখানেই না থেমে লকেট বলেন, উনি কী দেখতে পেয়েছেন আমি জানি না। তবে আমার চোখে কোনও উন্নয়ন পড়ছে না। এখানে কি কোনও বড় শিল্প এসেছে? কোনও শিল্প হয়েছে এখানে? প্রশ্ন তোলেন হুগলির সাংসদ।
প্রসঙ্গত, গত মার্চ মাসে সিঙ্গুর এসে প্রথম ‘ধোঁয়া’ নিয়ে মন্তব্য করেছিলেন রচনা। তৃণমূল প্রার্থী বলেছিলেন, ‘আমি আসার সময় দেখলাম অনেক কারখানা হয়েছে। শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এখানে এত কারখানা হয়েছে তাহলে কীভাবে বলছেন কারখানা হয়নি? শিল্প হয়েছে আরও হবে’। রচনার এই মন্তব্য ঘিরে সেই সময় বহুল চর্চা হয়েছিল। সমাজমাধ্যমে বেশ কয়েকটি মিমও দেখা গিয়েছিল। এবার ‘রিল’ দিয়ে সেই সব কিছু জবাব দিলেন তৃণমূল প্রার্থী।