বাংলা হান্ট ডেস্ক: গত বছর নিউজিল্যান্ড এবং চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। যার ফলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, এই ২ টি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ব্যর্থতার পর হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এমনকি, তাঁকে অপসারণের দাবিও তোলা হচ্ছে। কিন্তু গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে এই সিদ্ধান্ত তিনি নেবেন না। বরং, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে BCCI-র। তাছাড়া, গম্ভীর পাল্টা দাবি করেছেন যে, তাঁর উপস্থিতিতেই দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
কী জানিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir):
টেস্ট কোচিংয়ের ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর কী জানিয়েছেন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর গম্ভীর একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। যেখানে তাঁকে বেশ কয়েকটি তীব্র প্রশ্নের মুখোমুখি হতে হয়। তিনি পরাজয়ের জন্য পুরো দলকে দায়ী করেন এবং এটাও জানান সবকিছু তাঁর থেকেই শুরু হয়েছিল। টেস্ট কোচ হিসেবে গম্ভীরের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি তাঁর মেয়াদের পক্ষে যুক্তি দেন এবং BCCI-এর ওপর দায় চাপান।

গম্ভীর স্পষ্ট জানান, “এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব BCC-এর । কোচ হওয়ার পর আমার প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমি গুরুত্বপূর্ণ নই, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। ভুলে যাবেননা যে আমি সেই ব্যক্তি যাঁর উপস্থিতিতে আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছিলাম।”
গম্ভীর আরও বলেন যে, টিম ইন্ডিয়া একটি পরিবর্তনের সময় অতিক্রম করছে এবং বর্তমান দলে অভিজ্ঞতার অভাব রয়েছে। এছাড়াও, তিনি স্পষ্টভাবে বলেন যে, দল যদি টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান দখল করতে চায়, সেক্ষেত্রে এই ফরম্যাটটিকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, “আমাদের আরও ভালো খেলতে হবে। ৯৫/১ থেকে ১২২/৭ হওয়া মেনে নেওয়া যায়না। আপনি কোনও একজন খেলোয়াড় বা কোনও একটি শটকে দোষ দিতে পারেন না। আমি কখনও কাউকে দোষারোপ করিনি, এবং করবও না।”
আরও পড়ুন: সুখবর! এবার ভারতের এই দুই শহরের মধ্যে ছুটবে বুলেট ট্রেন, ১২ ঘন্টার সফর সম্পন্ন হবে ২ ঘণ্টা ২০ মিনিটে
গত ১ বছরে টিম ইন্ডিয়ার পরাজয়ের রেকর্ড: জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হেরে যাওয়া টিম ইন্ডিয়া এবার দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। কলকাতা টেস্টে ৩০ রানে পরাজয়ের পর, গুয়াহাটি টেস্ট ম্যাচে ৪০৮ রানের বিরাট হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গত বছর ৩ টি ফরম্যাটেই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরের অধীনে দেশের মাটিতে ৯ টি ম্যাচে এটি ভারতীয় দলের পঞ্চম পরাজয়। অর্থাৎ, টিম ইন্ডিয়া মাত্র ৪ টি ম্যাচ জিতেছে। মূলত, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মতো তথাকথিত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ওই জয়গুলি এসেছে।












