বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি তল্লাশি চালিয়ে অর্পিতার ২ টি ফ্ল্যাট থেকে প্রচুর নগদ (৫২ কোটি) এবং আরও অনেক কিছু উদ্ধার করে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় আড়াই বছর পর জেল থেকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)।
কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তবে মুক্তি পেলেও নিয়মিত হাজিরার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এদিন সশরীরে উপস্থিত না থাকলেও, উপস্থিত ছিলেন পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)। এদিন ব্যাঙ্কশাল আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির দিনে আদালত চত্বরে ইডিকে তীব্র আক্রমণ করলেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি দাবি তুললেন তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিচারকের কড়া সতর্কবার্তা ঘিরেও উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।
আদালত চত্বরে ইডিকে তোপ অর্পিতার (Arpita Mukhopadhyay)
এদিন আদালতে অর্পিতা (Arpita Mukhopadhyay) দাবি করেন, ইডি যেভাবে খুশি সেভাবেই ওই অ্যাকাউন্টগুলি সিজ করেছে। আদালত চত্বরেই তোপ দেগে অর্পিতা বলেন, “যেটা ২০০২ সাল থেকে অ্যাকাউন্ট, তার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই! তখন তো সবে কেরিয়ার শুরু করেছি! সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছে।” তিনি জানান, মূলত সেই পুরোনো অ্যাকাউন্ট খুলতেই আবেদন করা হয়েছে। তবে অর্পিতার আবেদন নিয়ে আপত্তি জানিয়েছে ইডি।
এদিকে সশরীরে আদালতে হাজিরা না দেওয়ায় বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। বিচারক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না…” বিচারকের নির্দেশ, উচ্চ আদালত থেকে জামিন পেলেই হবে না, প্রতি শুনানিতে নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে।
কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, চন্দ্রনাথ সিনহারা আদালতে হাজিরা দিলেও পার্থ হাজির হননি। পার্থর আইনজীবী জানান, স্বাস্থ্যজনিত কারণে তিনি হাজির হতে পারেননি। যদিও বিচারক স্পষ্ট বলেন, “শুনানি থাকলে আদালতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। হাজিরা না দিলে কোর্ট জামিন বাতিল করতেই পারে।”

আরও পড়ুনঃ নতুন নিয়োগে বয়সসীমায় ছাড় নয়! টেট উত্তীর্ণদের দাবি মানলেন না বিচারপতি বসু
উল্লেখ্য, অর্পিতা (Arpita Mukhopadhyay) ও পার্থ কে নিয়ে ফের সরগরম রাজ্যের রাজনীতি। অর্পিতার আবেদনে এই দিন ইডি আপত্তি জানালেও সূত্রের খবর অর্পিতার আবেদন খতিয়ে দেখা হবে। আগামী ৮ ডিসেম্বর অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আবেদন ও মামলার পরবর্তী শুনানি হবে ব্যাঙ্কশাল কোর্টে।












