বাংলা হান্ট ডেস্ক: গত বছরে অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বরে Apple-এর তরফে iPhone 15 সিরিজের সাথে বিশ্বব্যাপী Watch 9 সিরিজও লঞ্চ করা হয়েছিল। এদিকে, লঞ্চের মাত্র কয়েকদিন পরে ওই আমেরিকান টেক কোম্পানি তার প্রিমিয়াম স্মার্টওয়াচ ভারত, আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বে বিক্রির জন্য উপলব্ধ করে। পাশাপাশি, Apple এখন তার Watch 9 সিরিজের Refurbished মডেল চিনে (China) বিক্রির জন্য উপলব্ধ করেছে।
এমতাবস্থায়, Apple-এর এই সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচটি একাধিক রঙ এবং স্টাইলে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। জানা গিয়েছে যে Apple China, Watch 9 সিরিজের প্রারম্ভিক মূল্য 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 28,700 টাকায় উপলব্ধ করেছে।
Apple-এর এই প্রিমিয়াম স্মার্টওয়াচ সিরিজে অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, সিরামিক এবং গ্লাস বডি রয়েছে। এদিকে, Apple Watch 9 সিরিজ 41 mm এবং 45 mm ডায়াল সাইজে লঞ্চ করা হয়েছে। Apple Watch 9 সিরিজের এই Refurbished মডেলগুলি 500 থেকে 800 ইউয়ান অর্থাৎ প্রায় 5,700 থেকে 9,200 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে চান সন্তানকে? কত হবে খরচ? জেনে নিন সম্পূর্ণ ফিস স্ট্রাকচার
ওয়াচ 9 সিরিজের ফিচার্স: প্রসঙ্গত উল্লেখ্য যে, Apple-এর এই লেটেস্ট স্মার্টওয়াচ সিরিজের ফিচার্স সম্পর্কে বললে জানাতে হয়, এটি নতুন S9 SIP চিপের সাথে উপলব্ধ হয়। Apple Watch-এর এই নতুন প্রসেসরে 5.6 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। যা পুরোনো সিরিজের তুলনায় 60 শতাংশ বেশি। এছাড়াও, এই স্মার্টওয়াচ সিরিজটি ওয়াচ 8 সিরিজের তুলনায় 30 শতাংশ ভালো GPU পারফরম্যান্স প্রদর্শন করে।
আরও পড়ুন: অন্যের পেছনে লাগতে গিয়ে নিজেই উজাড় হওয়ায় জোগাড়! দুর্বল হচ্ছে চিনা অর্থনীতি, লাভ হবে ভারতের
এমতাবস্থায়, কোম্পানির দাবি Apple Watch 9 সিরিজের ব্যাটারি একবার চার্জে 18 ঘণ্টা কাজ করে। এছাড়াও, এর ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 2000 নিট পর্যন্ত। যা আগের সিরিজের দ্বিগুণ। পাশাপাশি, Apple তার সর্বশেষ স্মার্টওয়াচ সিরিজে ডাবল ট্যাপ জেশচার প্রদান করেছে। যার সাহায্যে ঘড়ির ডিসপ্লেতে তর্জনী এবং বুড়ো আঙুল একসাথে প্রেস করে অনেকগুলি অ্যাকশন করা যেতে পারে। চিনে লঞ্চ করা এই সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচগুলিতে Apple 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। যেগুলি Apple-এর অফিসিয়াল স্টোর থেকে কেনা যাবে।