বিশেষ বেঞ্চ বসেও এল না সুখবর, সরকারি কর্মীদের DA মামলার রায়দান ঠিক কবে? লেটেস্ট আপডেট

Published on:

Published on:

dearness allowance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অপেক্ষার অবসান কি শীঘ্রই? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা নিয়ে ফের আশার আলো দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে।

ডিএ মামলার রায়দান নিয়ে বাড়ছে অপেক্ষা | Dearness Allowance

বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত হয়েছিল এই বেঞ্চটি। উল্লেখ্য, এর আগেও ডিএ মামলার শুনানি দীর্ঘ সময় ধরে শুনেছিল এই দুই বিচারপতির বেঞ্চ। স্বভাবতই, সরকারি কর্মীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে বুধে কোনও সুখবর আসেনি। যা নিয়ে হতাশ সরকারি কর্মীরা।

যদিও গতকালই এই বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এর আগেও এমন বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়নি। তাই অত্যধিক আশা না রাখার কথা বলেছিলেন তিনি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে (Supreme Court) গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি। বর্তমানে রাজ্যের কর্মীরা রায় কবে বেরোবে সেই আশায়।

ডিএ মামলার রায়দান কবে?

আইনজীবীদের মতে, এভাবে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ বসতে বসতে হয়তো একদিন ডিএ মামলাটিও উঠবে। কিন্তু সেই নির্দিষ্ট দিনটি কবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু নোটিশে ডিএ মামলার শুনানির কোনো গ্যারান্টি নেই, তাই ধৈর্য ধরা ছাড়া এখন আর কোনও রাস্তা নেই।

dearness allowance(64)

আরও পড়ুন: রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে নিয়ম বদল! এই কাজ না করলে আর অ্যাকাউন্টে ঢুকবে না ১০০০০ টাকা

বহু বছর ডিএ ইস্যুতে আইনি লড়াই লড়েছেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি। বর্তমানে “Heard and Reserved” রয়েছে। ডিএ মামলার রায় বেরোনোর অপেক্ষায় সকলে। সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের।