ভুল চিঠি নিয়ে তোলপাড়! রাজভবনের ‘গুরুতর বিভ্রাটে’ তদন্তের নির্দেশ রাজ্যপালের

Published on:

Published on:

Raj Bhavan Letter Row CV Ananda Bose Orders Probe Committee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজভবনের পাঠানো একটি ভুল চিঠিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি পাঠানোয় তীব্র প্রশ্ন উঠেছে রাজভবনের কাজকর্ম নিয়ে। এই ঘটনা সামনে আসতেই দ্রুত তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

চিঠি বিভ্রাটে বিতর্ক

রাজভবন থেকে রাজ্যপালের (CV Ananda Bose) তিন বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে সব মন্ত্রী, বিধায়ক ও নেতাদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। সেখানেই ঘটে বড় ভুল। সেই চিঠিগুলির একটিতে মৃত তৃণমূল বিধায়ক তাপস সাহার দীর্ঘায়ু কামনা করা হয়। চিঠিটি প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজনীতি। সবাই প্রশ্ন তুলতে শুরু করেন এত বড় ভুল কীভাবে হল? পাঠানোর আগে কোনও যাচাইবাছাইই কি হয়নি?

তাপস সাহা প্রয়াত, তবুও চিঠি পাঠাল রাজভবন

তাপস সাহা গত ১৫ মে প্রয়াত হন। তার এত দিন পরও তাঁর নামেই শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে, যা আরও বিস্ময়ের। শুধু তাপস সাহাই নন, বিধায়ক পদ খারিজ হওয়া মুকুল রায়ের নামেও চিঠি গিয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির নির্দেশ রাজ্যপালের (CV Ananda Bose)

বিতর্ক বাড়তেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) একজন অবসরপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। কীভাবে ভুল চিঠি বেরিয়ে গেল, কে বা কারা দায়ী, সবই খতিয়ে দেখবে এই কমিটি। খুব শিগগিরই তদন্ত কমিটি কাজ শুরু করবে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে।

Raj Bhavan Letter Row CV Ananda Bose Orders Probe Committee

রও পড়ুনঃ পুরুলিয়ায় এক শিক্ষকেই চলছে ক্লাস! বদলি প্রক্রিয়ায় আরও শিক্ষক পাঠাতে শুরু প্রস্তুতি, আসছে তৃতীয় বিজ্ঞপ্তি

 

উল্লেখ্য, গত রবিবার রাজ্যপালের (CV Ananda Bose) তিন বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠান হয়েছিল। তার ঠিক পরেই শুরু হয় শুভেচ্ছাবার্তা পাঠানোর প্রক্রিয়া। আর সেখানেই ঘটে এই গুরুতর বিভ্রাট।এই ঘটনাকে কেন্দ্র করে রাজভবনের দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।