বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। আপনি যদি একজন iPhone ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনার জন্য এই প্রতিবেদনটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, ভারত সহ ৯২ টি দেশের iPhone ব্যবহারকারীদের সতর্ক করেছে Apple। কোম্পানির তরফে এই সংক্রান্ত নোটিফিকেশন গত ১০ এপ্রিল পাঠানো হয়েছে। যেখানে, দাবি করা হয়েছে যে ভারত সহ ৯২ টি দেশে iPhone ব্যবহারকারীরা স্পাইওয়্যার হামলার “টার্গেট” হতে পারে।
জানিয়ে রাখি যে, Apple তার বিজ্ঞপ্তিতে পেগাসাসের মতো স্পাইওয়্যার আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছে। এমতাবস্থায়, আপনি যদি একজন iPhone ব্যবহারকারী হন তবে আপনার সতর্ক হওয়া উচিত। এছাড়াও, iPhone ব্যবহার করার সময়ে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
স্পাইওয়্যার পারমিশন ছাড়াই ইনস্টল হয়: বর্তমান সময়ে পেগাসাসের মতো স্পাইওয়্যার দ্বারা সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে। এই স্পাইওয়্যার পারমিশন ছাড়াই আপনার ডিভাইসে ইনস্টল হয়ে যায় এবং আপনি এটি সম্পর্কে জানতেও পারেন না। Apple তাদের সতর্কবার্তায় বলেছে যে পেগাসাসের মতো অন্যান্য মার্সেনারি স্পাইওয়্যারের মাধ্যমে iPhone ব্যবহারকারীদের টার্গেট করা হতে পারে। যাতে সাইবার অপরাধীরা আপনার iPhone অ্যাক্সেস করতে পারে।
আরও পড়ুন: চিনকে পাত্তাই দিচ্ছে না Apple? বেমালুম বাজারে আনল সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট
এই আক্রমণের শিকার হলে কি হবে: যদি আপনার iPhone টার্গেট করা হয় সেক্ষেত্রে আপনার iPhone-এর আন অথোরাইজড অ্যাক্সেস অন্যদের কাছে পৌঁছবে। উল্লেখ্য যে, মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করা হয় অল্প সংখ্যক নির্দিষ্ট ব্যক্তি এবং তাদের ডিভাইসগুলিকে লক্ষ্য করার জন্য। এই স্পাইওয়্যারটি ইজরায়েলের এনএসও গ্রুপের পেগাসাসের মতো। এই স্পাইওয়্যার আক্রমণের খরচ লক্ষ লক্ষ ডলার হয়। এমতাবস্থায়, সেগুলিকে শনাক্ত করা এবং থামানোও খুব কঠিন।
আরও পড়ুন: অন্যের পেছনে লাগতে গিয়ে নিজেই উজাড় হওয়ায় জোগাড়! দুর্বল হচ্ছে চিনা অর্থনীতি, লাভ হবে ভারতের
iPhone ব্যবহারকারীদের কাছে Apple-এর পাঠানো ইমেলটিতে বলা হয়েছে, “Apple এটা সম্পর্কে জেনেছে যে, আপনি একটি ‘ মার্সিনারি স্পাইওয়্যার’ আক্রমণের শিকার হতে পারেন। যা আপনাকে আপনার Apple আইডি -xxx–এর সাথে যুক্ত iPhone-কে দূর থেকেই হ্যাক করতে সক্ষম। অনুগ্রহ করে এটিকে গুরুত্ব সহকারে নিন।” রিপোর্টে বলা হয়েছে যে, Apple-এর পক্ষ থেকে এই বিষয়টির গভীরতা বিবেচনা করে একটি থ্রেট নোটিফিকেশন জারি করা হয়েছে।