SIR-এর চাপে নাজেহাল রাজ্য! সময় বাড়ানো নিয়ে মন্তব্য করল শীর্ষ আদালত

Published on:

Published on:

Supreme Court hints at extending draft voter list deadline
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে চাপ এবং প্রশ্ন তৈরি হয়েছে, তা এখন গিয়ে পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court)। SIR প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছে এবং সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়াতে হতে পারে।

SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে একাধিক রাজনৈতিক দল আদালতে জানিয়েছে যে খুব কম সময়ে এই কাজ হওয়ায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। ইতি মধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে। তার প্রেক্ষিতেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, পশ্চিমবঙ্গে খসড়া ভোটার লিস্ট প্রকাশের সময় হয়তো বাড়ানো হতে পারে।

বিএলওদের মৃত্যু ও অসুস্থতার তথ্য আদালতে (Supreme Court)

তৃণমূল, ডিএমকে, সিপিএম, এই দলগুলির সাংসদ-বিধায়করা মামলায় জানান, অল্প সময়ের মধ্যে সার করাতে গিয়ে বুথ লেভেল অফিসারদের উপর প্রবল চাপ পড়েছে। আদালতকে জানানো হয় কয়েকজন বিএলও মারা গিয়েছেন, কেউ অতিরিক্ত চাপে অসুস্থ হয়েছেন। এই তথ্য আদালতে তুলে ধরা হলে বেঞ্চ বিষয়টিকে গুরুত্ব দেয়।

সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বিচারপতিরা বলেন, যদি দেখা যায় অনেক মানুষের নাম তালিকায় ওঠেনি বা পরিস্থিতি খারাপ, তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে।নির্বাচন কমিশন আগেই ৯ ডিসেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছে। এই তারিখ নিয়ে যখন আদালতে আলোচনা হয়, তখন প্রধান বিচারপতি বলেন, “তাতে কী? যথাযথ কারণ থাকলে আমরা সময় বাড়িয়ে দিতে পারি।”

তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যাবে না। শুধু আদালতের মৌখিক মন্তব্যের উপর ভরসা করা চলবে না। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন রাজ্যে কাজ ঠিকঠাকই চলছে। রাজনৈতিক দলগুলো অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন কেরালায় প্রায় সব ফর্ম বিলি হয়ে গেছে।

ডিএমকে-র পাল্টা তথ্য

ডিএমকে-র আইনজীবী জানান তামিলনাড়ুতে মাত্র অর্ধেক ফর্ম বিলি হয়েছে। বৃষ্টি, ঝড় এসবের মধ্যে বাইরে গিয়ে ফর্ম দেওয়া খুবই কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্যের আইনমন্ত্রী কী বললেন?

রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি কমিশন গ্রাউন্ড রিয়েলিটি জানে না। বিএলওরা অতিরিক্ত চাপে ভুগছেন, কোথাও আত্মহত্যা পর্যন্ত হয়েছে। এ পরিস্থিতিকে স্বাভাবিক বলা যায় না। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য দেশের অন্য রাজ্যগুলোতে কোনও সমস্যা নেই, শুধু পশ্চিমবঙ্গেই তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে।

Supreme Court hints at extending draft voter list deadline

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের মাঝেই বড় সিদ্ধান্ত! নিষ্ক্রিয় হল কোটি কোটি আধার নম্বর, কেন?

সিপিএমের শমীক লাহিড়ি বলেন, ২০০২ সালেও SIR হয়েছিল, তখন কোনও সমস্যা হয়নি। তাঁর দাবি এই বার কমিশন বেআইনি ভাবে SIR-এর সঙ্গে নাগরিকত্বের বিষয় জুড়ে দিয়েছে, তাই আতঙ্ক তৈরি হচ্ছে। মামলাকারীরা কি শুধু সার প্রক্রিয়ার ত্রুটি নিয়ে এসেছেন এ প্রশ্নে কপিল সিবাল বলেন, টাইমিং ও পুরো প্রক্রিয়া, দুটো নিয়েই অনেক সমস্যা রয়েছে। তাই SIR নিয়ে এত আতঙ্ক।