বিরোধীদের অভিযোগের মধ্যেই বিশ্বের দরবারে ভারতের মুখ! IDEA-র শীর্ষ পদে মুখ্য নির্বাচন কমিশনার

Published on:

Published on:

Gyanesh Kumar to Lead IDEA as 2026 Chairperson
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তাঁকে নিয়ে দেশজুড়ে এখন নানা বিতর্ক চলছে। বিরোধীরা প্রায়ই অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে। কিন্তু এই পরিস্থিতিতেই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) আন্তর্জাতিক ক্ষেত্রে বড় সম্মান পেলেন। তাঁকে ২০২৬ সালের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা IDEA।

কি এই IDEA?

১৯৯৫ সালে তৈরি হওয়া এই সংস্থা বিশ্বজুড়ে গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়াকে ভালো করার কাজ করে। এই সংস্থায় এখন ৩৫টি দেশ সদস্য। আগামী ৩ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে সদস্য দেশগুলির বৈঠক হবে। সেখানেই জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ২০২৬ সালের চেয়ারপার্সন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে।

ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই সম্মান?

যখন বিরোধীরা ভারতের নির্বাচন কমিশন নিয়ে নানা প্রশ্ন তুলছে, তখন আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়া খুবই তাৎপর্যপূর্ণ। এটি দেখায় যে ভারতীয় গণতন্ত্র এবং ভারতের নির্বাচন কমিশন এখনও বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য।

জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) কে?

১৯৮৮ সালের ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তিনি আগে সমন্বয় মন্ত্রকের সচিব ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কাজ করেছেন। ২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসর নেন। এই বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন।

Gyanesh Kumar to Lead IDEA as 2026 Chairperson

আরও পড়ুনঃ SIR-এর চাপে নাজেহাল রাজ্য! সময় বাড়ানো নিয়ে মন্তব্য করল শীর্ষ আদালত

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা হিসেবে ভারত বারবার স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে যখন দেশের নির্বাচন কমিশনকে কেন্দ্র করে বিরোধীদের নানা প্রশ্ন উঠে আসছে, সেই সময়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) এই আন্তর্জাতিক সম্মান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।