ঠান্ডার আমেজ হবে হাওয়া! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী তিন দিন কেমন থাকবে আবহাওয়া?

Published on:

Published on:

South Bengal Weather Update 2025
Follow

বাংলা হান্ট ডেস্ক: একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অন্যদিকে জোড়া নিম্নচাপ। এদিকে বঙ্গে তাপমাত্রা উঠছে আর নামছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তাপে তা উধাও। দক্ষিণবঙ্গে কবে শীত চওড়া কামড় বসাবে? নিম্নচাপে বৃষ্টি কি হবে? আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে ঘূর্ণিঝড় ও নিম্নচাপ এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া (Weather Update) বজায় থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে ফের। এবং স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দপ্তর বলছে জাঁকিয়ে শীতের জন্যে আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। দিনের বেলা আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেলে ও সন্ধ্যার দিকে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দাপট দেখাবে কুয়াশা।

ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত উপকূলের জেলাগুলিতে কুয়াশা ভোগাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে। আর তাপমাত্রা নামবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

South Bengal Weather

আরও পড়ুন: ট্যাক্স ফাইলিংয়ে বড় সংস্কার!২০২৬ থেকে একই বছরে আয়, কর ও রিটার্ন—সব হবে এক ‘Tax Year’-এ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাতে কুয়াশার প্রাধান্য লক্ষ্য করা যাবে। সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে কিছুটা। শুক্রবার থেকে পরবর্তী তিন-চার দিনে তা আবার বাড়বে।