বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই বড় দায়িত্ব পেলেন ডুয়ার্সের পরিচিত রাজনৈতিক মুখ জন বার্লা (John Barla)। রাজ্য সরকার তাঁকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। ফলে ডুয়ার্সের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে জন বার্লা (John Barla)
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নবান্ন (Nabanna) থেকে ইমেলের মাধ্যমে জন বার্লাকে (John Barla) জানানো হয় যে, তাঁকে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে। দায়িত্ব পেয়ে খুশি জন বার্লা বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি খুব খুশি। ডুয়ার্সের জন্য কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই রাজ্যের ভালো করতে পারেন।” তিনি আরও জানান, আগেই কাজ শুরু করেছিলেন, এবার এই দায়িত্ব পাওয়ায় আরও বেশি জোর দিয়ে কাজ করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জন বার্লা (John Barla)। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে বিজেপি তাঁকে আর টিকিট দেয়নি। সেই আসনে টিকিট দেওয়া হয় আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মনোজ টিগগাকে। সেই সময় থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। মনোজ টিগগার সঙ্গে প্রকাশ্যে বিবাদও তৈরি হয়।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার মঞ্চে জন বার্লাকে (John Barla) দেখা যায়। কিছুদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে জন বার্লাকে রাজ্যস্তরের বড় পদ দেওয়ায় ডুয়ার্সে তৃণমূল আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।বর্তমানে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। কমিশনে ভাইস চেয়ারম্যানের দুটি পদ থাকে, যার একটি পদে এবার নিয়োগ পেলেন জন বার্লা (John Barla)।

আরও পড়ুনঃ আলু সংরক্ষণে বড় ঘোষণা! চাষিদের স্বার্থে সময় বাড়াল রাজ্য
এদিকে সম্প্রতি ব্যক্তিগত জীবনেও পরিবর্তন এসেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর (John Barla)। গত ২৩ এপ্রিল দীর্ঘ চিকিৎসার পর তাঁর প্রথম স্ত্রী মহিমার মৃত্যু হয়। প্রায় সাত মাস পর ফের বিয়ে করেছেন তিনি। ১১ নভেম্বর রেজিস্ট্রি সেরে ফেলেছেন জন বার্লা ও তাঁর স্ত্রী মঞ্জু তিরকে। মঞ্জু দেবী ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি গার্লস হাইস্কুলের শিক্ষিকা। সামাজিক অনুষ্ঠান এখনও হয়নি। দ্বিতীয় বিয়ের কয়েকদিনের মধ্যেই বড় দায়িত্ব পেলেন জন বার্লা।












