জগদ্ধাত্রী নয়, শেষ হচ্ছে আরেক TRP টপার মেগা, দর্শকদের বড় ধাক্কা জি বাংলার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে ওলটপালট জি বাংলার স্লট। একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সম্প্রতি জানা গিয়েছিল, নতুন ধারাবাহিক শুরু হওয়ার কারণে বন্ধ হতে বসেছে ‘জগদ্ধাত্রী’। ‘বেশ করেছি প্রেম করেছি’ সন্ধ্যা সাতটার স্লটে জায়গা পাওয়ায় গুঞ্জন ছড়িয়েছিল, শেষ হতে বসেছে জগদ্ধাত্রী। কিন্তু এবার জানা গেল নতুন আপডেট।

নতুন সিরিয়ালের (Serial) জন্য শেষ হচ্ছে না জগদ্ধাত্রী

এখনই শেষ হচ্ছে না জগদ্ধাত্রী। তীব্র জল্পনার পর চ্যানেলের তরফে নতুন স্লট ঘোষণা করা হয় জগদ্ধাত্রীর। সন্ধ্যা সাতটার নতুন ধারাবাহিক (Serial) শুরু হওয়ার পর সাড়ে সাতটার স্লটে নতুন সময়ে দেখা যাবে জগদ্ধাত্রী। এতদিন এই সময়ে দেখা যেত ‘ফুলকি’। কিন্তু এবার নতুন ধারাবাহিক আসায় বক্সার ফুলকির উপরেই কোপ পড়তে চলেছে বলে খবর।

This serial is ending instead of jagadhatri

শেষের পথে এই ধারাবাহিক: গুঞ্জনে শিলমোহর দিয়ে ফুলকি পরিচালক বলেন, সিরিয়াল শেষ হওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে তাঁদের। ২৮ তারিখের ডেডলাইন রয়েছে। তবে প্রয়োজনে আর এক দুদিন বাড়তে পারে। কোনোকিছু শুরু হলে তার শেষ তো হবেই। কিন্তু হঠাৎ সিরিয়াল শেষের খবরে কী প্রতিক্রিয়া ‘ফুলকি’ ওরফে অভিনেত্রী দিব্যানী মণ্ডলের?

আরও পড়ুন : ব্লু লাইনে বিরাট বদল, মাত্র ৯০ সেকেন্ড অন্তর চলবে মেট্রো! সময় জানিয়ে দিল কর্তৃপক্ষ

কী বললেন অভিনেত্রী: প্রথম ধারাবাহিক শেষের পথে। পর্দার ফুলকি (Phulki) বলেন, ৯০০ পর্বে শেষ হচ্ছে সিরিয়াল। তার জন্য ভালো লাগছে ঠিকই, কিন্তু এতদিনের স্মৃতি ফেলে যেতেও মন কেমন করছে নায়িকার। দিব্যানী বলেন, এই সিরিয়াল থেকেই সবকিছু শিখেছেন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাই এখান থেকে বেরোতে একটু সময় তো লাগবে। তবে দর্শকরা তাঁদের এত ভালোবাসা দিয়েছেন, এটাই একটা বড় পাওনা।

আরও পড়ুন : চিকেন সবজি দিয়ে চরম উপাদেয় পদ, ২০ মিনিটেই তৈরি হবে জিভে জল আনা ডিনার

দিব্যানী বলেন, নিজের বাড়িটা তাঁর কাছে দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। ফুলকির সেটটাই প্রথম বাড়ি হয়ে উঠেছিল। এখনও তাঁরা শুটিং করছেন, ব্যাঙ্কিং এপিসোড তুলতে হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বেশ করেছি প্রেম করেছি। তার আগেই সম্ভবত শেষ হয়ে যাবে ফুলকি।