বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের নতুন ওয়াকফ বিল (Waqf Amendment Bill 2025) নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আদালতে সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত আইন মানতে বাধ্য হল নবান্ন। রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য এবার কেন্দ্রীয় পোর্টালে তুলতেই হবে। তাই ৫ ডিসেম্বরের মধ্যেই তথ্য আপলোডের নির্দেশ পাঠানো হয়েছে সব জেলা শাসকদের কাছে।
৫ ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তির (Waqf Amendment Bill 2025) খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে
বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পি. বি. সালিম এই সংক্রান্ত চিঠি পাঠান। সেখানে বলা হয়েছে, ‘umeedminority.gov.in’ পোর্টালে প্রতিটি জেলার ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আইন অনুযায়ী, দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে পোর্টালে তুলতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর ২০২৫।
চিঠিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৮২ হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি (Waqf Amendment Bill 2025) রয়েছে। এগুলি ৮ হাজারের বেশি ওয়াকফ এস্টেটের অধীনে। এসব সম্পত্তির তথ্য আপলোড করবেন সংশ্লিষ্ট মুতাওয়াল্লিরা।
জেলাশাসকদের চারটি দিকনির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি হল –
- মুতাওয়াল্লি, ইমাম, মোয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বৈঠক করে আপলোডের নিয়ম বুঝিয়ে দিতে হবে।
- শুধু অ-বিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করতে হবে।
- প্রয়োজন হলে প্রযুক্তিগত সাহায্যের জন্য Facilitation Centre খুলতে হবে।
- সংখ্যালঘু দপ্তরের রাজ্যস্তরের অফিসারদের জেলায় পাঠানো হয়েছে কাজ তদারকির জন্য।

আরও পড়ুনঃ বিয়ের কয়েকদিনের মধ্যেই বড় দায়িত্ব! জন বার্লাকে বড় পদ দিয়ে চমক তৃণমূলের
হঠাৎ করে ডেডলাইন ঘনিয়ে আসায় প্রশাসনের উপর চাপ বাড়ছে। এত বিপুল সংখ্যক সম্পত্তির (Waqf Amendment Bill 2025) তথ্য অল্প সময়ে পোর্টালে তোলা কতটা সম্ভব তা নিয়ে জেলা স্তরে উদ্বেগ তৈরি হয়েছে।












