ভোটের আগে বড়সড় রদবদল! একাধিক জেলায় নতুন SP পাঠাল নবান্ন

Published on:

Published on:

Major Transfer in West Bengal Police Before Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক হিংসা, ধর্মীয় মেরুকরণ এবং পুলিশ নিয়ে অভিযোগ বাড়ছে। তার মধ্যেই নবান্ন বড়সড় সিদ্ধান্ত নিল। রাজ্য পুলিশের (West Bengal Police) একাধিক অফিসারকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, বদলি হওয়া অফিসাররা এখন থেকেই নতুন দায়িত্বে যোগ দেবেন।

কাকে কোথায় পাঠানো হল? | West Bengal State Police Transfer

কোন অফিসারকে কোথায় বদলি (West Bengal Police) করা হয়েছে তার একটি লিস্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই লিস্ট অনুযায়ী জানা গিয়েছে –

  • ঝাড়গ্রামের SP অরিজিত্‍ সিনহা এখন মেদিনীপুর রেঞ্জের DIG।
  • বাঁকুড়ার SP বৈভব তিওয়ারি হচ্ছেন পুরুলিয়ার SP।
  • পুরুলিয়ার SP অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় এখন মালদার SP।
  • মালদার SP প্রদীপকুমার যাদব-কে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরে SP (ট্র্যাফিক) পদে।
  • আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশী এখন জলপাইগুড়ির SP।
  • ওয়াই রঘুবংশীর জায়গায় আলিপুরদুয়ারের নতুন SP হলেন খাণ্ডওয়ালে উমেশ গণপত।
  • রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও বড় পরিবর্তন হয়েছে।
  • ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত সচিন এখন বিধাননগর কমিশনারেটের নিউটাউন বিভাগে নতুন ডিসি।
  • পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকার-কে পাঠানো হয়েছে এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পদে।
  • মহম্মদ সানা আখতার হচ্ছেন আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডিসি।

সামনেই বিধানসভা নির্বাচন। এই সময় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বদলি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরও কয়েকজন আইপিএস অফিসারের বদল হয়েছে।

  • সোনাওয়ানে কুলদীপ সুরেশ হচ্ছেন রায়গঞ্জের নতুন SP।
  • সৌম্যদীপ ভট্টাচার্য হচ্ছেন বাঁকুড়ার নতুন SP।
  • মানব সিংলা হচ্ছেন ঝাড়গ্রামের নতুন SP।
  • পলাশ চন্দ্র ঢালি হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের SP।
  • শুভেন্দ্র কুমার এখন থেকে বারুইপুর জেলার SP।

Major Transfer in West Bengal Police Before Election

আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! গুরুতর জখম হয়ে হাসপাতালে ২

কোন কোন জেলায় বেশি নজর?

এই রদবদলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, ডায়মন্ড হারবার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর। ডায়মন্ড হারবারে কর্মরত মিতুন দে-কে বদলি করে করা হয়েছে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে‌ (West Bengal Police)।