বাংলা হান্ট ডেস্ক : গত বৃহস্পতিবার একপ্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে RCB। মুম্বাই ইন্ডিয়ান্সের দাপুটে বোলারদের কাছে কার্যত খড়কুটোর মত উড়ে গেল আরসিবি। দীনেশ কার্তিক নজর কাড়লেও কোহলির (Virat Kohli) অবস্থা তথৈবচ। ৯ বলে মাত্র ৩ রান এসেছে বিরাটের ব্যাট থেকে। সম্প্রতি সেটা নেই আক্রমণ শানিয়েছেন পাক ক্রিকেটার জুনায়েদ খান (Junaid Khan)।
এইদিন মাঠে নেমে জ্বলে ওঠার আগেই নিভে যান প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বুমরাহর বলে ডাগ আউটে ফিরতে হয় কোহলিকে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাকিস্তানের জোরে বোলার জুনাইদ খান। পোস্ট করে তিনি লেখেন, ”স্ট্রাইক রেট ৩৩.৩৩।’’ সাথে একটি ইমোজিও জুড়ে দেন তিনি।
জুনায়েদের এই পোস্টের পরই ক্ষেপে ওঠেন বিরাট ভক্তরা। অতীত মনে করিয়ে এক ভক্ত লিখেছেন, ”তোমার দেশকে একাই হারিয়েছিল বিরাট কোহলি।” অপর একজন আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জুনায়েদের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘যে প্লেয়ার ৪ ম্যাচে ১টি উইকেট এবং যার গড় বোলিং ১০৮ তার এসব কথা না বলাই ভালো।’
আরও পড়ুন : বিশ্বকাপের জন্য উইকেটরক্ষক পেয়ে গেল টিম ইন্ডিয়া! নাম জানালেন খোদ রোহিত শর্মা
এক ভক্ত তো এটাও বলেন যে, ‘সেই কোন মুখে তরুণ কোহলির উইকেট নিয়েছিলেন জুনায়েদ। এটাই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব।’ উল্লেখ্য যে, এটাই প্রথম নয় যখন জুনায়েদ কোহলিকে নিয়ে মশকরায় মেতেছেন। এর আগে কোহলি যখন RR এর বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি হাঁকান সেবারও বিরাটকে নিয়ে কটাক্ষ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ”আইপিএলে মন্থরতম সেঞ্চুরি করায় অভিনন্দন বিরাট কোহলি।’’
আরও পড়ুন : বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ! কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন, যা বললেন মমতা….
জুনায়েদ খানের রেকর্ড
ওদিকে জুনায়েদের রেকর্ড দেখলে, পাকিস্তানের হয়ে মোট ২২টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিনি শেষবারের মত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালের ১৭ মে। টেস্টে ৭১টি উইকেট, ওয়ানডেতে ১১০ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। ওদিকে কোহলির কথা বললে, মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যর্থ হলেও আইপিএল-এ ৬ ম্যাচে তার সংগ্রহ ৩১৯ রান। যদিও RCB-র অবস্থা খুব একটা ভালো নয়।