বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়ে গিয়েছে। এবার আপনিও উত্তরবঙ্গে ঘুরতে যাবেন বলে ঠিক করেছেন। উত্তরবঙ্গের কথা বললেই সবার আগে মাথায় আসে আর দার্জিলিং অথবা কালিম্পং এর কথা (Kalimpong)। যদি এই শীতের ছুটিতে অথবা ডিসেম্বরে উত্তরবঙ্গে ঘুরতে যান আজকে প্রতিবেদন টা শুধুমাত্র আপনার জন্য। কারণ ডিসেম্বরে অধিকাংশ মানুষই উত্তরবঙ্গের ঘুরতে যায়। কিন্তু দার্জিলিঙে এই ডিসেম্বরে পর্যটকের পরিমাণ এতটাই বেড়ে যায় যে, আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। এর বদলে আপনি যদি এবছর ডিসেম্বরে উত্তরবঙ্গ যাবার পরিকল্পনা করেন, তাহলে ঘুরে দেখতে পারেন কালিম্পং এর এই স্বল্প চেনার তিনটি জায়গা।
শীতের ছুটিতে প্রিয়জনকে নিয়ে ছুটি কাটিয়ে আসুন কালিম্পং এর এই তিন গ্রাম থেকে (Kalimpong)
শীতকালে অধিকাংশ মানুষই কোথাও না কোথাও ঘুরতে যায়। এবার আপনিও যদি এ বছর শেষে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। পাশাপাশি টিকিটও কেটে ফেলেছেন। তাহলে ঘুরে আসতে পারেন কালিম্পং (Kalimpong) এর এই তিনটি স্বল্প চেনা গ্রাম থেকে। কারণ এখানে ঘুরতে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। দেখে নিন কোন তিনটি গ্রামে আপনি যেতে পারেন।

রেশমগাঁও: কালিম্পং (Kalimpong) শহর থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রেশম গাঁও। এই গ্রাম রেশম চাষের জন্য বিখ্যাত। পাশাপাশি আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে নিরিবিলিতে কয়েকটা দিন এইখানে কাটিয়ে যেতে পারেন। এখানে আসলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন উপভোগ করবেন। এছাড়াও শীতকালে রেশম গাঁও আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের গরম পোশাক নেবেন। কারণ এখানে নভেম্বর ও ডিসেম্বরে বেশ ঠান্ডা পড়ে। আর আপনার কপাল যদি ভালো থাকে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা কে স্পষ্টভাবে দেখতে পাবেন।
কাফের গাঁও: কালিম্পংয়ের গা ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামটি। এর পাশেই রয়েছে ঘন পাইনের জঙ্গল। আর দূরে হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বছরখানেক আগেও এই জায়গাটায় পর্যটকদের কাছে অচেনা ছিল। বর্তমানের সোশ্যাল মিডিয়ায় জায়গাটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে সারা বছর ধরেই এখানে আনাগোনা লেগে রয়েছে পর্যটকদের। এখানে ভোরবেলা ঘুম ভাঙলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। তবে কাফেরগাঁওয়ের সূর্যাস্ত মিস করবেন না। পাহাড়ের কোলে যখন সূর্য অস্ত যায়, তখন কাফেরগাঁওকে আরও মায়াবী দেখায়। এমনকি সন্ধে নামার সঙ্গে দূরের পাহাড়ে জ্বলে ওঠে আলো। আকাশে মিটমিট করতে থাকে তারা।
ফিক্কেল গাঁও: কালিম্পং (Kalimpong) থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এখনো ভাবে সেই ভাবে জনপ্রিয়তা পায়নি ফিক্কেল গাঁও। তবে এখানে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য। এছাড়াও এই গ্রামের মধ্যে রয়েছে একটি ছোট্ট মনাস্ট্রি। এখানে গেলে পরে আপনি সিকিম, দার্জিলিং ও কালিংপং এর পাহাড় দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন। ফিক্কেল গাঁও এলে অবশ্যই ঘুরে দেখবেন মর্গান হাউস, সেভেন মাইল, দূরপিন মনাস্ট্রি ইত্যাদি জায়গা।












