SIR চলাকালীনই বড় বদল! নতুন ভোটারদের নাম তোলায় কঠোর নিয়ম ঘোষণা কমিশনের

Published on:

Published on:

Election Commission Alters Voter Enrollment Rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (Election Commission)। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার নিয়মে যুক্ত হল একাধিক নতুন শর্ত। ফলে পুরো প্রক্রিয়াতেই আসছে বড় রদবদল।

ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল

নির্বাচন কমিশন (Election Commission) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নতুন ভোটাররা আর অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। এবার থেকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। অনলাইনে ফর্ম-৬ পূরণ করেই নাম অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বেই এই পরিবর্তন আনা হয়েছে।

৯ ডিসেম্বর খসড়া তালিকা, ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন

রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে ৯ ডিসেম্বর। সেই দিন থেকেই নতুন ভোটাররা অনলাইনে ফর্ম-৬ জমা করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

অনলাইন আবেদনে আধার ও ই-সাইন বাধ্যতামূলক

কমিশন (Election Commission) জানিয়েছে, অনলাইন আবেদন করতে হলে আধার কার্ড থাকা এখন বাধ্যতামূলক। সঙ্গে নতুন ভোটারদের শনাক্তকরণের জন্য ই-সাইনও বাধ্যতামূলক করা হয়েছে। আধার-ওটিপি দিয়েই এই ই-সাইন রেজিস্ট্রেশন করতে হবে।

মৃত ভোটারদের তথ্য নিয়ে কঠোর কমিশন (Election Commission)

পশ্চিমবঙ্গে মৃত ভোটারদের আধার কার্ডের তথ্য চেয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। UIDAI-এর রিপোর্টে উঠে এসেছে রাজ্যে বহু মৃত ভোটারের আধার এখনও সক্রিয়। UIDAI ইতিমধ্যেই সেই তথ্য কমিশনকে দিয়েছে। এখন কমিশন জেলা অনুযায়ী সেই ডেটা সাজাচ্ছে। শিগগিরই তা রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো হবে। চলতি খসড়া তালিকায় মৃত ভোটারদের নাম বাদ দিতেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশন। নতুন ভোটার তালিকায় কোনও মৃত ভোটারের নাম যাতে না থাকে সেই নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Election Commission Alters Voter Enrollment Rules

আরও পড়ুনঃ এক প্রশ্নে তিন উত্তর! SLST নিয়ে SSC-কে কড়া প্রশ্ন হাই কোর্টের

নতুন ভোটারদের ক্ষেত্রে আরও একটি নিয়ম যোগ হয়েছে। সেই হল অনলাইন আবেদন করার সময় ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হবে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এর পরই নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তোলার নিয়মে এই নতুন পরিবর্তন আনে।