হাইকোর্টের কড়া নির্দেশের পরই পদক্ষেপ! নবম-দশমে নিয়োগ নিয়ে বড় আপডেট সামনে

Updated on:

Updated on:

school service commission(10)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সামনে এসেছে। এবার নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় আপডেট স্কুল সার্ভিস কমিশন তরফে। জানা যাচ্ছে, নবম ও দশম শ্রেণির নিয়োগের জন্য আগামী সপ্তাহের শেষেই প্রকাশিত হবে এসএসসির (School Service Commission) ভেরিফিকেশন লিস্ট।

এসএসসি নবম-দশমে নিয়োগ সংক্রান্ত আপডেট | School Service Commission

সূত্রের খবর, শূন্যপদের ভিত্তিতে এই ভেরিফিকেশন লিস্ট তৈরি করা হবে। প্রতি একটি শূন্যপদের জন্য ১.৬ এই পদ্ধতিতে ভেরিফিকেশন লিস্ট তৈরির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গতকালই ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে (SSC) হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও সামনে আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১০ ডিসেম্বরের মধ্যে এসএসসিকে সেই তালিকাও প্রদান করতে হবে নির্দেশ ছিল।

শুনানিতে এসএসসির আইনজীবীকে বিচারপতির প্রশ্ন ছিল, “আপনারা ওএমআর শিট আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নয়তো ফের অনিয়মের অভিযোগ উঠবে।” এছাড়া এসএসসি সংক্রান্ত একটি মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী।

school service commission

আরও পড়ুন: নভেম্বরের শেষেই DA মামলার রায়দান নিয়ে আশার খবর! সরকারি কর্মচারীদের নেতা জানালেন, এখন সপ্তাহে…

আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির শুনানি একসঙ্গে করা হয় সেই আর্জি তোলেন আইনজীবী। সেই সময় এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিচারপতি সিনহার তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, “পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।”