বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ নভেম্বর প্রায় শেষের পথে। তবে, এই মাস শেষ হওয়ার আগেই লক্ষ লক্ষ পেনশনভোগী, সরকারি কর্মচারী (Government Employees) করদাতা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের কিছু গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই সম্পন্ন করতে হবে। নাহলে তাঁরা বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি জরিমানাও আরোপ করা হতে পারে। তাই, যাঁরা এখনও ওই কাজগুলি করেননি তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেগুলিতে সম্পন্ন করতে হবে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের (Government Employees) করতে হবে গুরুত্বপূর্ণ কাজ:
১. ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ যোগদানের শেষ তারিখ: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের UPS-এ যোগদানের সময়সীমা হিসেবে শেষ দিন হিসেবে ৩০ নভেম্বর, ২০২৫ তারিখটি নির্ধারণ করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের UPS-এ যোগদানের সময়সীমা মূলত সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, কর্মীদের সুবিধার্থে তা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। জানিয়ে রাখি যে, ইউপিএস নতুন পেনশন স্কিম (NPS) থেকে আলাদা। এই স্কিমের অধীনে, কর্মচারীদের তাদের মূল বেতন এবং ডিএ-র ১০ শতাংশ অবদান রাখতে হবে। যেখানে সরকার ১৮.৫ শতাংশ অবদান রাখবে। এই ব্যবস্থাটি পুরনো পেনশন ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে কর্মচারী কোনও অবদান ছাড়াই তার শেষ বেসিক বেতনের ৫০ শতাংশ পেনশন পেতেন।

২. পেনশনভোগীদের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক: প্রতি বছরের মতো, সারা দেশের সকল পেনশনভোগীদের এই বছরও তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এর শেষ তারিখও নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। যদি নির্ধারিত তারিখের মধ্যে সার্টিফিকেট জমা না দেওয়া হয়, তাহলে পরবর্তী মাস থেকে তাঁদের পেনশন বন্ধ করে দেওয়া হতে পারে। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনভোগীদের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যাতে তাঁরা এই প্রক্রিয়াটি সহজে সম্পন্ন করতে পারেন।
আরও পড়ুন: WPL-এ রিচা ঘোষের ওপরেই ভরসা RCB-র! কত কোটি টাকায় রিটেইন করা হল বাংলার ফিনিশারকে?
৩. করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ ফর্মের সময়সীমা: উল্লেখ্য যে, নভেম্বর মাস করদাতাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফর্ম এবং রিপোর্ট আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। ২০২৫ সালের অক্টোবরের জন্য TDS চালান-কাম-স্টেটমেন্ট (সেকশন ১৯৪-আইএ, ১৯৪-আইবি, ১৯৪-এম এবং ১৯৪এস) এই তারিখের মধ্যে জমা দিতে হবে। যে করদাতার লেনদেন সেকশন ৯২-ই এর আওতায় আসে, তাঁদেরও আগামী ৩০ নভেম্বরের মধ্যে ITR দাখিল করতে হবে। এই সময়সীমা মিস করলে লেট ফিস, নোটিশ এবং বড় পেনাল্টির ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন: রাঁচিতে “বিরাট” রিইউনিয়ন! কোহলিকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে কোথায় গেলেন ধোনি?
৪. PNB-র গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক: জানিয়ে রাখি যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহককেও আগামী ৩০ নভেম্বর, ২০২৫ সালের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। গ্রাহকরা যদি এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হন, তাহলে তাঁদের অ্যাকাউন্টগুলি ‘নন-অপারেটিভ’ হয়ে যেতে পারে। আর এমনটা হলে, টাকা তোলা বা ট্রান্সফার করা যাবে না। তাই, যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হন এবং আপনার কেওয়াইসি আপডেট এখনও না হয়ে থাকে, সেক্ষেত্রে দ্রুত এটি সম্পন্ন করুন।












